ভিয়েনা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফিনল্যান্ডের আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগদানের সিদ্ধান্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • ১৫ সময় দেখুন

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ফিনিশ সরকার ন্যাটো সামরিক জোটে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে আজ দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর এক যৌথ বিবৃতিতে একথা বলা হয়েছে

ইউরোপ ডেস্কঃ আজ বৃহস্পতিবার ১২ মে ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিসটো ও প্রধানমন্ত্রী সান্না মেরিন ন্যাটো (NATO) সামরিক জোটে যোগদানের পক্ষে ঐক্যমতে বা অভিন্ন সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন।

আজ রাজধানী হেলসিংকিতে তাদের এক যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে যে, তারা ফিনল্যান্ডকে পশ্চিমা সামরিক জোটে সদস্যপদের জন্য অনুমোদন করেছে। এখন আশা করা যায় ফিনল্যান্ড খুব শীঘ্রই আগামী দিনে ন্যাটো সামরিক জোটের সদস্যপদের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিতে পারবে দ্রুততম সময়ের মধ্যে।

এখানে উল্লেখ্য যে,ফিনল্যান্ড ইইউ সদস্য দেশ হলেও গত কয়েক দশক ধরে নিরপেক্ষ দেশের নীতি পালন করে আসছিল। তবে সম্প্রতি রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ফিন্ল্যাণ্ডের জনমত উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। ফিনল্যান্ডের প্রতিবেশী সুইডেনও খুব শীঘ্রই ন্যাটো জোটে যোগদানের সিদ্ধান্ত ঘোষণা করতে পারে।

ইউরোপের উত্তরের দেশ ফিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কিছুদিন পূর্বে সুইডেন এবং ফিনল্যান্ড সঙ্গে একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি মোতাবেক তারা কোন আগ্রাসনের স্বীকার হলে দেশে সামরিক সমর্থন বা নিশ্চয়তা দিবে যুক্তরাষ্ট্রের
নেতৃত্বাধীন পশ্চিমা এই ন্যাটো সামরিক জোট।

ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও এখনও রাশিয়ার পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানা যায় নি। উল্লেখ্য যে,রাশিয়া তার প্রতিবেশী ফিনল্যান্ডকে ন্যাটো জোটে যোগদানের ব্যাপারে বারবার সতর্ক করে আসছিল। এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে গত সোমবার প্রকাশিত একটি জনমত জরিপে দেখা গেছে বর্তমানে দেশটির শতকরা ৭৬ শতাংশ মানুষ এখন ন্যাটোতে যোগদানের পক্ষে তাদের সমর্থন দিয়েছে।

রাশিয়া থেকে ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানের ব্যাপারে বারবার সতর্কবাণী দেওয়া হয়েছিল। রাশিয়া সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বর্তমানে রাশিয়ান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান। তিনি সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের ঘটনার ফলে বাল্টিক সাগরের আশেপাশের অঞ্চলে রাশিয়া তার ভূমি, সমুদ্র এবং আকাশে এয়ার বাহিনী বৃদ্ধি করবে বলে সতর্ক করেছে।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফিনল্যান্ডের আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগদানের সিদ্ধান্ত

আপডেটের সময় ০৮:৪০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ফিনিশ সরকার ন্যাটো সামরিক জোটে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে আজ দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর এক যৌথ বিবৃতিতে একথা বলা হয়েছে

ইউরোপ ডেস্কঃ আজ বৃহস্পতিবার ১২ মে ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিসটো ও প্রধানমন্ত্রী সান্না মেরিন ন্যাটো (NATO) সামরিক জোটে যোগদানের পক্ষে ঐক্যমতে বা অভিন্ন সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন।

আজ রাজধানী হেলসিংকিতে তাদের এক যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে যে, তারা ফিনল্যান্ডকে পশ্চিমা সামরিক জোটে সদস্যপদের জন্য অনুমোদন করেছে। এখন আশা করা যায় ফিনল্যান্ড খুব শীঘ্রই আগামী দিনে ন্যাটো সামরিক জোটের সদস্যপদের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিতে পারবে দ্রুততম সময়ের মধ্যে।

এখানে উল্লেখ্য যে,ফিনল্যান্ড ইইউ সদস্য দেশ হলেও গত কয়েক দশক ধরে নিরপেক্ষ দেশের নীতি পালন করে আসছিল। তবে সম্প্রতি রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ফিন্ল্যাণ্ডের জনমত উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। ফিনল্যান্ডের প্রতিবেশী সুইডেনও খুব শীঘ্রই ন্যাটো জোটে যোগদানের সিদ্ধান্ত ঘোষণা করতে পারে।

ইউরোপের উত্তরের দেশ ফিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কিছুদিন পূর্বে সুইডেন এবং ফিনল্যান্ড সঙ্গে একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি মোতাবেক তারা কোন আগ্রাসনের স্বীকার হলে দেশে সামরিক সমর্থন বা নিশ্চয়তা দিবে যুক্তরাষ্ট্রের
নেতৃত্বাধীন পশ্চিমা এই ন্যাটো সামরিক জোট।

ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও এখনও রাশিয়ার পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানা যায় নি। উল্লেখ্য যে,রাশিয়া তার প্রতিবেশী ফিনল্যান্ডকে ন্যাটো জোটে যোগদানের ব্যাপারে বারবার সতর্ক করে আসছিল। এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে গত সোমবার প্রকাশিত একটি জনমত জরিপে দেখা গেছে বর্তমানে দেশটির শতকরা ৭৬ শতাংশ মানুষ এখন ন্যাটোতে যোগদানের পক্ষে তাদের সমর্থন দিয়েছে।

রাশিয়া থেকে ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানের ব্যাপারে বারবার সতর্কবাণী দেওয়া হয়েছিল। রাশিয়া সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বর্তমানে রাশিয়ান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান। তিনি সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের ঘটনার ফলে বাল্টিক সাগরের আশেপাশের অঞ্চলে রাশিয়া তার ভূমি, সমুদ্র এবং আকাশে এয়ার বাহিনী বৃদ্ধি করবে বলে সতর্ক করেছে।

কবির আহমেদ/ইবিটাইমস