বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ যে কোন মুহূর্তে সাইক্লোন “অশনি”এর নাম নিয়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে প্রবল বেগে আঘাত হানতে পারে আগামী ১১ ই মে
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী৪৮ ঘণ্টার মধ্যে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় বা সাইক্লোন ‘অশনি’। আরব সাগর,ভারত মহাসাগর
ও বঙ্গোপসাগরের তীরবর্তী ১৩ টি দেশের জোট থেকে পরবর্তী সাইক্লোনের নাম “অশনি” রেখেছে শ্রীলঙ্কা।
পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম জানিয়েছে ভারতের আন্দামান সাগরে সৃষ্টি হচ্ছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অশনি’। যেটি এখনও লঘুচাপ হিসাবে রয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি শক্তিশালী হয়ে নিম্নচাপে বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেখান থেকেই জন্ম নিতে পারে ঘূর্ণিঝড় অশনি।
আজ শুক্রবার(৬ই মে),বাংলাদেশের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হবার পরই জানা যাবে সেটি বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসবে কিনা। তিনি জানান, শুক্রবার সকালে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পরিবর্তন
হয়ে পরিণত হবে গভীর লঘুচাপে। পরে নিম্নচাপ ও গভীর নিম্নচাপের পর ঘূর্ণিঝড় ‘অশনি’ রূপ নেবে।
এখন পর্যন্ত লঘুচাপটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশার দিকে মুখ করে আছে। তবে, লঘুচাপটির গতিপথ বারবার বদলাচ্ছে। এ জন্য বলা মুশকিল,
এটি তৈরি হলেও আসলে কোনদিকে যাবে।
তবে প্রাথমিক ধারণা অনুযায়ী এটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আঘাত হানতে পারে। এটি ১০-১২ তারিখের মধ্যে বাংলাদেশের পশ্চিম অথবা পূর্বাঞ্চলের উপকূলে আঘাত হানতে পারে।
সাগরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে
পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে পরবর্তী নির্দেশনা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
এটি আজ ৬ ই মে দুপুর ২ টা বেজে ২৫ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ১৫৪৭ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিলো এটি আরও জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস