ভিয়েনা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ও কয়েকটি প্রধান শহরের আজকের শেষ রোজার ইফতারের সময়সূচী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ১৫ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ আজ রবিবার ১ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ৩০ তম রোজার ইফতারের সময় : ২০:০৮ মিনিট। (Ifter in Vienna at 20:08 p.m)

ভিয়েনার সাথে অস্ট্রিয়ার অন্যান্য কয়েকটি ফেডারেল রাজ্যের প্রধান শহরের সময়ের পার্থক্য নিম্নে উল্লেখ করা হল,
* Innsbruck (Tirol) + 20 Min.
* Salzburg + 13 Min.
* Villach (Kärnten) + 10 Min.
* Linz (OÖ) + 08 Min.
*Klagenfurt (Kärnten) + 08 Min.
* Graz (Steiermark) + 4 Min.
* St. Pölten (NÖ) + 3 Min.

ঈদুল ফিতরের নামাজ আদায় করার নিয়ম:

ইমামের পেছনে কেবলামুখি হয়ে ঈদুল ফিতরের দু’রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সঙ্গে আদায়া করছি- এরূপ নিয়ত করে ‘আল্লাহু আকবার’ বলে হাত তুলে তাহরিমা বাঁধবেন। তারপর সানা (সুবহানাকাল্লাহুম্মা) পুরোটা পড়তে হবে।

এরপর আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর আগে তিনবার ‘আল্লাহু আকবার’ বলে তাকবির বলবেন। প্রথম তিনবার কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দেবেন। তবে
চতুর্থ বার বলে হাত বেঁধে নেবেন। প্রত্যেক তাকবিরের পর তিনবার সুবহানাল্লাহ বলা যায় পরিমাণ থামতে
হবে।

ইমাম সাহেব তারপর আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরায়ে ফাতেহার পরে একটা সূরা মিলিয়ে পড়বেন এবং এরপর রুকু, সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন।

এবার ইমাম সাহেব অন্যান্য নামাজের মতো বিসমিল্লাহর পরে সূরা ফাতেহা পড়ে আরেকটা সূরা মিলিয়ে পড়বেন এবং সূরা পড়া শেষ হলে রুকুতে
যাওয়ার পূর্বে আবার তিনবার অতিরিক্ত ‘আল্লাহু আকবার’ বলার মাধ্যমে তিনটা তাকবির সম্পন্ন করবেন। এখানে প্রতি তাকবিরের পর হাত ছেড়ে দেবেন এবং চতুর্থবার ‘আল্লাহু আকবার’ বলে হাত না বেঁধে রুকুতে চলে যাবেন। এরপর সেজদা এবং আখেরি বৈঠক করে যথারীতি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।

আমরা বাংলাদেশীরা সাধারণত অতিরিক্ত ৬ তাকবিরের সাথে ঈদের নামাজ আদায় করে থাকি ইমাম আবু হানিফার তরিকা অনুযায়ী কিন্ত অনেক দেশে এই তাকবির ১২ বা ততোধিক পর্যন্ত হয়ে থাকে। তবে সবগুলোই সঠিক বলে বিবেচিত হয়ে আসছে।

ঈদের জামাত সম্পর্কীয় মাসয়ালা:

ইমাম সাহেব জুম্মার নামাজের মতো দু’টি খুতবা দেবেন। তবে জুম্মার খুতবা দেওয়া ফরজ আর ঈদের খুতবা দেওয়া সুন্নত। কিন্তু ঈদের খুতবা শুনা ওয়াজিব। ওই সময় কথাবার্তা, চলাফেরা, টাকা উঠানো ইত্যাদি যেকোনো কাজ নিষেধ।

ঈদের নামাজের আগে নারী হোক কিংবা পুরুষ, বাড়িতে কিংবা মসজিদে অথবা ঈদগাহে নফল নামাজ পড়া মাকরূহ। সম্ভব হলে এলাকার সবাই একস্থানে একত্রে ঈদের নামাজ পড়া উত্তম। তবে কয়েক জায়গায় পড়াও জায়েজ।

ঈদের নামাজ না পড়তে পারলে কিংবা নামাজ নষ্ট হয়ে গেলে তার কাজা করতে হবে না, যেহেতু ঈদের নামাজের জন্য জামাতের নামাজ শর্ত। তবে বেশকিছু লোকের ঈদের নামাজ ছুটে গেলে বা নষ্ট হয়ে গেলে তারা অন্য একজনকে ইমাম বানিয়ে নামাজ পড়তে পারবেন। বর্তমানে বিভিন্ন মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে।

কেউ ইমাম সাহেবকে দ্বিতীয় রাকাতে পেলে সালামের পর যখন ওই ব্যক্তি ছুটে যাওয়া রাকাতের (প্রথম রাকাত) জন্য দাঁড়াবে তখন প্রথমে সানা (সুবহানাকাল্লাহুম্মা), তারপর আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে ফাতেহা ও কেরাতের পর রুকুর পূর্বে তাকবির বলবে। ফাতেহার আগে নয়।

ইমাম তাকবির ভুলে গেলে রুকুতে গিয়ে বলবে, রুকু ছেড়ে দাঁড়াবে না। তবে রুকু ছেড়ে দাঁড়িয়ে তাকবির বলে আবার রুকুতে গেলেও নামাজ নষ্ট হবে না। বেশি লোক হওয়ার কারণে সহু সিজদাও দিতে হবে না।

আগামীকাল সোমবার ২ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচী:

অস্ট্রিয়ায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে ভিয়েনার ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে। সেখানে ঈদুল ফিতরের নামাজ
২ টি অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত: সকাল ৬:৩০ মিনিট 
দ্বিতীয় জামাত: সকাল ৭: ৩০ মিনিট

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদ সমূহেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

■ বায়তুল মোকারম মসজিদ ভিয়েনায় ঈদুল ফিতরের মোট দুইটি জামাত অনুষ্ঠিত হবে,
প্রথম জামাত সকাল ৮:০০ টায়
• দ্বিতীয় জামাত সকাল ৯:৩০ টায়

■ ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে ঈদের নামাজের মোট ৩ টি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সকাল ৮:৩০ মিনিট
• দ্বিতীয় জামাত সকাল ৯: ৩০ মিনিট
• তৃতীয়ত জামাত সকাল ১০:৩০ মিনিট

■ ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে ঈদের নামাজের ২ টি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সকাল ৮:৩০ মিনিট
• দ্বিতীয় জামাত সকাল ৯:৩০ মিনিট

■ ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের নূরে মদিনা
মসজিদে ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত
হবে সকাল ৯:০০ টায়।

■ ভিয়েনার পার্শ্ববর্তী লোয়ার অস্ট্রিয়া (NÖ) রাজ্যের Wiener Neustadt শহরে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী বসবাস করেন।

Wr.Neustadt এ বাংলাদেশী মসজিদ বায়তুল মোকারম মসজিদ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে,আগামী সোমবার সকাল ৯ টায়
বায়তুল মোকারম মসজিদ Wr.Neustadt এ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

কবির আহমেদ /ইবিটাইমস/এম আর

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ও কয়েকটি প্রধান শহরের আজকের শেষ রোজার ইফতারের সময়সূচী

আপডেটের সময় ১০:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২

ইউরোপ ডেস্কঃ আজ রবিবার ১ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ৩০ তম রোজার ইফতারের সময় : ২০:০৮ মিনিট। (Ifter in Vienna at 20:08 p.m)

ভিয়েনার সাথে অস্ট্রিয়ার অন্যান্য কয়েকটি ফেডারেল রাজ্যের প্রধান শহরের সময়ের পার্থক্য নিম্নে উল্লেখ করা হল,
* Innsbruck (Tirol) + 20 Min.
* Salzburg + 13 Min.
* Villach (Kärnten) + 10 Min.
* Linz (OÖ) + 08 Min.
*Klagenfurt (Kärnten) + 08 Min.
* Graz (Steiermark) + 4 Min.
* St. Pölten (NÖ) + 3 Min.

ঈদুল ফিতরের নামাজ আদায় করার নিয়ম:

ইমামের পেছনে কেবলামুখি হয়ে ঈদুল ফিতরের দু’রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সঙ্গে আদায়া করছি- এরূপ নিয়ত করে ‘আল্লাহু আকবার’ বলে হাত তুলে তাহরিমা বাঁধবেন। তারপর সানা (সুবহানাকাল্লাহুম্মা) পুরোটা পড়তে হবে।

এরপর আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর আগে তিনবার ‘আল্লাহু আকবার’ বলে তাকবির বলবেন। প্রথম তিনবার কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দেবেন। তবে
চতুর্থ বার বলে হাত বেঁধে নেবেন। প্রত্যেক তাকবিরের পর তিনবার সুবহানাল্লাহ বলা যায় পরিমাণ থামতে
হবে।

ইমাম সাহেব তারপর আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরায়ে ফাতেহার পরে একটা সূরা মিলিয়ে পড়বেন এবং এরপর রুকু, সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন।

এবার ইমাম সাহেব অন্যান্য নামাজের মতো বিসমিল্লাহর পরে সূরা ফাতেহা পড়ে আরেকটা সূরা মিলিয়ে পড়বেন এবং সূরা পড়া শেষ হলে রুকুতে
যাওয়ার পূর্বে আবার তিনবার অতিরিক্ত ‘আল্লাহু আকবার’ বলার মাধ্যমে তিনটা তাকবির সম্পন্ন করবেন। এখানে প্রতি তাকবিরের পর হাত ছেড়ে দেবেন এবং চতুর্থবার ‘আল্লাহু আকবার’ বলে হাত না বেঁধে রুকুতে চলে যাবেন। এরপর সেজদা এবং আখেরি বৈঠক করে যথারীতি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।

আমরা বাংলাদেশীরা সাধারণত অতিরিক্ত ৬ তাকবিরের সাথে ঈদের নামাজ আদায় করে থাকি ইমাম আবু হানিফার তরিকা অনুযায়ী কিন্ত অনেক দেশে এই তাকবির ১২ বা ততোধিক পর্যন্ত হয়ে থাকে। তবে সবগুলোই সঠিক বলে বিবেচিত হয়ে আসছে।

ঈদের জামাত সম্পর্কীয় মাসয়ালা:

ইমাম সাহেব জুম্মার নামাজের মতো দু’টি খুতবা দেবেন। তবে জুম্মার খুতবা দেওয়া ফরজ আর ঈদের খুতবা দেওয়া সুন্নত। কিন্তু ঈদের খুতবা শুনা ওয়াজিব। ওই সময় কথাবার্তা, চলাফেরা, টাকা উঠানো ইত্যাদি যেকোনো কাজ নিষেধ।

ঈদের নামাজের আগে নারী হোক কিংবা পুরুষ, বাড়িতে কিংবা মসজিদে অথবা ঈদগাহে নফল নামাজ পড়া মাকরূহ। সম্ভব হলে এলাকার সবাই একস্থানে একত্রে ঈদের নামাজ পড়া উত্তম। তবে কয়েক জায়গায় পড়াও জায়েজ।

ঈদের নামাজ না পড়তে পারলে কিংবা নামাজ নষ্ট হয়ে গেলে তার কাজা করতে হবে না, যেহেতু ঈদের নামাজের জন্য জামাতের নামাজ শর্ত। তবে বেশকিছু লোকের ঈদের নামাজ ছুটে গেলে বা নষ্ট হয়ে গেলে তারা অন্য একজনকে ইমাম বানিয়ে নামাজ পড়তে পারবেন। বর্তমানে বিভিন্ন মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে।

কেউ ইমাম সাহেবকে দ্বিতীয় রাকাতে পেলে সালামের পর যখন ওই ব্যক্তি ছুটে যাওয়া রাকাতের (প্রথম রাকাত) জন্য দাঁড়াবে তখন প্রথমে সানা (সুবহানাকাল্লাহুম্মা), তারপর আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে ফাতেহা ও কেরাতের পর রুকুর পূর্বে তাকবির বলবে। ফাতেহার আগে নয়।

ইমাম তাকবির ভুলে গেলে রুকুতে গিয়ে বলবে, রুকু ছেড়ে দাঁড়াবে না। তবে রুকু ছেড়ে দাঁড়িয়ে তাকবির বলে আবার রুকুতে গেলেও নামাজ নষ্ট হবে না। বেশি লোক হওয়ার কারণে সহু সিজদাও দিতে হবে না।

আগামীকাল সোমবার ২ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচী:

অস্ট্রিয়ায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে ভিয়েনার ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে। সেখানে ঈদুল ফিতরের নামাজ
২ টি অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত: সকাল ৬:৩০ মিনিট 
দ্বিতীয় জামাত: সকাল ৭: ৩০ মিনিট

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদ সমূহেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

■ বায়তুল মোকারম মসজিদ ভিয়েনায় ঈদুল ফিতরের মোট দুইটি জামাত অনুষ্ঠিত হবে,
প্রথম জামাত সকাল ৮:০০ টায়
• দ্বিতীয় জামাত সকাল ৯:৩০ টায়

■ ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে ঈদের নামাজের মোট ৩ টি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সকাল ৮:৩০ মিনিট
• দ্বিতীয় জামাত সকাল ৯: ৩০ মিনিট
• তৃতীয়ত জামাত সকাল ১০:৩০ মিনিট

■ ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে ঈদের নামাজের ২ টি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সকাল ৮:৩০ মিনিট
• দ্বিতীয় জামাত সকাল ৯:৩০ মিনিট

■ ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের নূরে মদিনা
মসজিদে ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত
হবে সকাল ৯:০০ টায়।

■ ভিয়েনার পার্শ্ববর্তী লোয়ার অস্ট্রিয়া (NÖ) রাজ্যের Wiener Neustadt শহরে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী বসবাস করেন।

Wr.Neustadt এ বাংলাদেশী মসজিদ বায়তুল মোকারম মসজিদ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে,আগামী সোমবার সকাল ৯ টায়
বায়তুল মোকারম মসজিদ Wr.Neustadt এ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

কবির আহমেদ /ইবিটাইমস/এম আর