ইউরোপ ডেস্কঃ আজ মঙ্গলবার ১৯ এপ্রিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ১৮ তম রোজার ইফতারের সময় : ১৯:৫০ মিনিট। (Ifter in Vienna at 19:50 p.m)
আগামীকাল বুধবার ২০ এপ্রিল ভিয়েনায় ১৯ তম রোজার সেহরির শেষ সময় : রাত ৪:১৯ মিনিট।
ভিয়েনার সাথে অস্ট্রিয়ার অন্যান্য কয়েকটি ফেডারেল রাজ্যের প্রধান শহরের সময়ের পার্থক্য নিম্নে উল্লেখ করা হল,
* Innsbruck (Tirol) + 20 Min.
* Salzburg + 13 Min.
* Villach (Kärnten) + 10 Min.
* Linz (OÖ) + 08 Min.
*Klagenfurt (Kärnten) + 08 Min.
* Graz (Steiermark) + 4 Min.
* St. Pölten (NÖ) + 3 Min
আল্লাহর প্রধান ফেরেশতা হযরত জিবরাঈল আঃ
মহান সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার প্রধান ফেরেশতা
হলেন হযরত জিব্রাইল (আঃ)। নবী ও রাসূল
মুহাম্মদ সাঃ সহ সকল নবী ও রাসূলগণের কাছে
আল্লাহর ওহী বা বার্তা পৌঁছে দিতেন এই ফেরেশতা
প্রধান হযরত জিবরাঈল আঃ।
হযরত জিবরাঈল আঃ- কে আসল আকৃতিতে দেখার ঘটনাঃ হযরত মুহাম্মদ (সাঃ) জিব্রাইল (আঃ) কে চারবার আসল আকৃতিতে দেখেছেন।
প্রথমবার তিনি যখন হেরা গুহায় অবস্থান করছিলেন, তিনি হযরত জিবরাঈল ( আঃ) তাঁর আসল আকৃতি দেখানোর অনুরোধ করেন। হুযুরের অনুরোধের প্রেক্ষিতে তিনি তাঁর আসল আকৃতি ধারণ করে দেখান।
দ্বিতীয়বার মেরাজ শরীফের ঘটনায় তাাঁকে আসল আকৃতিতে দেখেছেন অর্থ্যা “সিদরাতুল মুনতাহা ” নামক সেই উর্ধ্ব জগতে।
তৃতীয়বার মক্কায়“ আজয়াদ নামক স্থানে দেখেছেন। এই ঘটনা নবুয়াত প্রাপ্তির নিকটবর্তী সময়ে সংঘটিত হয়েছিল।
চতুর্থবার হুযুরের শ্রদ্বেয় চাচা হযরত আবু হামযা (রাযিঃ) যখন অনুরোধ করেছিলেন যে, আমি হযরত জিবরাঈল (আঃ) কে তাঁর আসল আকৃতি সহকারে দেখতে চাই। তখন প্রথম, হুযুর (সাঃ) তাঁকে নিষেধ করলেন যে, আপনি তাঁকে দেখতে পারবেন না। কিন্তু তিনি আবারো আরয করলেন যে, আপনি অনুগ্রহ করে দেখিয়ে দিন। তখন হুযুর (সাঃ) বললেনঃ আপনি বসুন। হযরত হামযা (রাযিঃ) তাঁর পাশে বসে গেলেন। এ সময়ে হযরত জিবরাঈল (আঃ) অবতরণ করেন। হুযুর (সাঃ) হযরত হামযা (রাযি) কে বললেন ঐ যে চেয়ে দেখুন। তিনি দৃষ্টি উঠিয়ে দেখলেন। হযরত জিবরাঈল (আঃ) এর দেহ সবুজাভ পাথরের ন্যায় চমকাচ্ছিল। হযরত হামযা (রাযি) এই উজ্জল্য সহ্য করতে না পেরে বেঁহুশ হয়ে পড়ে গেলেন।
ইসলামের ইতিহাসের দূর্লভ ঘটনাবলীর গ্রন্থ থেকে সংগৃহীত।
কবির আহমেদ /ইবিটাইমস