অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ও কয়েকটি প্রধান শহরের আজকের ইফতার ও আগামীকালের সেহরির শেষ সময়

ইউরোপ ডেস্কঃ আজ মঙ্গলবার ১২ এপ্রিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ১১তম রোজার ইফতারের সময় : ১৯:৪০ মিনিট। (Ifter in Vienna at 19:40 p.m)

আগামীকাল বুধবার ১৩ এপ্রিল ভিয়েনায় ১২ তম রোজার সেহরির শেষ সময় : রাত ৪:৩৬ মিনিট।

ভিয়েনার সাথে অস্ট্রিয়ার অন্যান্য কয়েকটি ফেডারেল রাজ্যের প্রধান শহরের সময়ের পার্থক্য নিম্নে উল্লেখ করা হল,

* Innsbruck (Tirol) + 20 Min.

* Salzburg + 13 Min.

* Villach (Kärnten) + 10 Min.

* Linz (OÖ) + 08 Min.

*Klagenfurt (Kärnten) + 08 Min.

* Graz (Steiermark) + 4 Min.

* St. Pölten (NÖ) + 3 Min

আল্লাহর নবী ও রাসূল মুহাম্মদ সাঃ বলেছেন, “প্রত্যেক নবীর জন্য একটি করে দোয়া আছে যা কবুল করা হয়। আর প্রত্যেক নবী তাঁদের দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করেছেন। আর আমি আমার দোয়া আমার উম্মতের শাফায়াতের জন্য জমা রেখেছি। অতএব আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর সাথে শিরক না করে মারা যাবে,তারা আমার শাফায়াত প্রাপ্ত হবে।” [সুনানে ইবনে মাজাহ,হাদিস নং ৪৩০৭]

ইসলামের পরিভাষায় #শিরক কি ? ইসলাম ধর্মে শিরক বা শির্ক বলতে সহজেই বুঝায় যে, মহান সৃষ্টিকর্তা আল্লাহ ব্যতিত কাউকে প্রভু বা স্রষ্টা মেনে তার ইবাদত করাকে।

শিরক বলতে পৌত্তলিকতা বা বহুঈশ্বরবাদ চর্চা করার পাপকে বুঝায় অর্থাৎ শিরক হল আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসেবে সাব্যস্ত করা বা তার উপাসনা করা। শাব্দিকভাবে এর দ্বারা এক বা একাধিক কোন কিছুকে সৃষ্টিকর্তার অস্তিত্ব ও কর্তৃত্বের অংশীদার সাব্যস্ত করাকে বুঝায়।

এটি তাওহীদের সম্পূর্ণ পরিপন্থী একটি বিষয়। ইসলামে শিরক হল একটি অমার্জনীয় অপরাধ।যদি কোন মানুষ মৃত্যু নিকটবর্তী হবার পূর্বে আল্লাহর নিকট এই অপরাধের জন্যে ক্ষমা চেয়ে না নেয়,তাহলে মৃত্যুর পর তার বিদেহী আত্মার জন্য অত্যন্ত কঠোর শাস্তি অপেক্ষা করছে।

ইসলামের নির্ভরযোগ্য তথ্য অনুসারে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইলেও মৃত্যুর পর নিজের বিচার অনুসারে তার ইবাদতকারীদের যে কোন ভুল ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের অপরাধী দুনিয়াতে ক্ষমা না চাইলে,তাকে কখনোই ক্ষমা করবেন না আল্লাহ।

মহান সৃষ্টিকর্তা আল্লাহ শিরকের বিপরীতে পবিত্র আল কোরআনে সূরা ইখলাসে তাওহীদের মূল বক্তব্য উপস্থাপন করেছেন এইভাবে, বলঃ তিনিই আল্লাহ। একক ও অদ্বিতীয়। আল্লাহ কারও মুখাপেক্ষী নন। তাঁর কোন সন্তান নেই এবং তিনিও কারও সন্তান নন এবং তাঁর সমতুল্য কেহই নেই।[সূরা আল ইখলাস সম্পূর্ণ]

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »