ইউরোপ ডেস্কঃ আজ বৃহস্পতিবার ৭ এপ্রিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইফতারের সময় : ১৯:৩৩ মিনিট। (Ifter in Vienna at 19:33 p.m)
আগামীকাল শুক্রবার ৮ এপ্রিল ভিয়েনায় সেহরির শেষ সময় : রাত ৪:৪৮ মিনিট।
ভিয়েনার সাথে অস্ট্রিয়ার অন্যান্য কয়েকটি ফেডারেল রাজ্যের প্রধান শহরের সময়ের পার্থক্য নিম্নে উল্লেখ করা হল,
* Innsbruck (Tirol) + 20 Min.
* Salzburg + 13 Min.
* Villach (Kärnten) + 10 Min.
* Linz (OÖ) + 08 Min.
*Klagenfurt (Kärnten) + 08 Min.
* Graz (Steiermark) + 4 Min.
* St. Pölten (NÖ) + 3 Min.
পরকাল বা আখিরাতের জীবনই আসল ও অনন্ত জীবন। মহান সৃষ্টিকর্তা আল্লাহতায়ালা বলেন,
সূরা হুদ, আয়াত নং-১১,
اِلَّا الَّذِیۡنَ صَبَرُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓئِکَ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّ اَجۡرٌ کَبِیۡرٌ ﴿۱۱﴾
অর্থ: কিন্তু যারা ধৈর্য ধরে ও ভাল কাজ করে এমন লোকদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা প্রতিদান।
তাফসীর: অর্থাৎ মু’মিনগণ সুখ-স্বাচ্ছন্দ্যে থাকুক বা দুঃখ-কষ্টে থাকুক উভয় অবস্থাতেই তারা আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেন। যেমন হাদীসে বর্ণিত হয়েছে, নবী (সাঃ) শপথ করে বলেছেন,
“সেই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ আছে! আল্লাহতায়ালা মু’মিনদের জন্য যে ফায়সালাই করেন, তাদের ভালোর জন্যই করেন। যদি সে সুখ লাভ করে, তাহলে তার উপর সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, যা তার জন্য মঙ্গলময় (অর্থাৎ, নেকীর কারণ হয়)।
আর যদি কোন দুঃখ-কষ্ট পায়, তাহলে ধৈর্য ধারণ করে, আর এটাও তাঁর জন্য মঙ্গলময় (অর্থাৎ, নেকীর কারণ) হয়। এই বৈশিষ্ট্য একজন মু’মিন ছাড়া অন্য কারো নয়।” (মুসলিম শরীফ)
অন্য আরো একটি হাদীসে বলেন যে, “একজন মু’মিন যখন কোন দুশ্চিন্তাগ্রস্ত হয় এবং কষ্ট পায়, এমনকি তার পায়ে কাঁটা প্রবিষ্ট হয়, তখন আল্লাহ তাআলা তার কারণে তাঁর গুনাহ মাফ করে দেন।” (তাফসীর- আহসানুল বায়ান)।
কবির আহমেদ/ ইবিটাইমস