আন্তর্জাতিক ডেস্ক: রুশ সেনাদের নিয়ন্ত্রণ থেকে রাজধানী কিয়েভের আশপাশের অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রুশ সেনারা কিয়েভের আশপাশের গুরুত্বপূর্ণ শহরগুলো থেকে সরে যাওয়ায় ইউক্রেনীয় সেনারা সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।
গত কয়েক সপ্তাহ কিয়েভের কাছাকাছি কয়েকটি শহর ও গ্রামে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয় সেনাদের তুমুল লড়াই হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া দাবি করেছে, শান্তি আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরিতে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, পশ্চিমের পর্যবেক্ষকরা মনে করছেন, আসলে রাশিয়া আক্রমণে যাওয়ার মতো অবস্থায় নেই।
এ বিষয়ে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি এবং রয়টার্স তাৎক্ষণিকভাবে তা যাচাই করতে পারেনি।
ডেস্ক/ইবিটাইমস/এমএন