ইউরোপ ডেস্কঃ আজ রোববার ৩ এপ্রিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইফতারের সময় : ১৯:২৭ মিনিট। (Ifter in Vienna at 19:27 p.m)
আগামীকাল সোমবার ৪ এপ্রিল ভিয়েনায় সেহরির শেষ সময় : রাত ৪:৫৭ মিনিট।
ভিয়েনার সাথে অস্ট্রিয়ার অন্যান্য কয়েকটি ফেডারেল রাজ্যের প্রধান শহরের সময়ের পার্থক্য নিম্নে উল্লেখ করা হল,
* Innsbruck (Tirol) + 20 Min.
* Salzburg + 13 Min.
* Villach (Kärnten) + 10 Min.
* Linz (OÖ) + 08 Min.
*Klagenfurt (Kärnten) + 08 Min.
* Graz (Steiermark) + 4 Min.
* St. Pölten (NÖ) + 3 Min.
ইসলাম একটি সাম্যের ও প্র্যাকটিক্যাল ধর্ম। ইসলাম ধর্মে পবিত্র রমজান মাসে মুসলমানদের অনেক শারিরিক,মানসিক পরিচর্যা ছাড়াও অনেক নৈতিকতার এবং সামাজিকতার শিক্ষাও দিয়ে থাকে।
ইসলাম ধর্মে একজন রোজাদারকে ইফতার করালে কি ধরণের সওয়াব পাওয়া যায়,সে সম্পর্কে হাদিস বা রাসূল মোহাম্মদ সাঃ এর উক্তি নিম্নে বিবৃত করা হল, হযরত যায়েদ ইবনে খালেদ আল-জুহানি (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সম পরিমাণ সওয়াব পাবে; রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না।”
[সুনানে তিরমিযি (৮০৭), সুনানে ইবনে মাজাহ (১৭৪৬), ইবনে হিব্বান তাঁর সহিহ গ্রন্থ (৮/২১৬) এ এবং আলবানি তাঁর ‘সহিহ আল-জামে’ গ্রন্থ (৬৪১৫) হাদিসটিকে ‘সহিহ’ বলেছেন।]
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন: “রোজাদারকে ইফতার করানো দ্বারা উদ্দেশ্য হচ্ছে- তাকে পেট ভরে তৃপ্ত করানো।”
[আল ইখতিয়ারাত, পৃষ্ঠা-১৯]
কবির আহমেদ /ইবিটাইমস