পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাশ হওয়ায় আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাশ হওয়ায় আনন্দ মিছিল
অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ মার্চ)  বিকালে  এ উপলক্ষে পিরোজপুর পৌর শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে বের হওয়া এ মিছিলটি শহরের বিলাস চত্বরে গিয়ে শেষ হয়।পরে সেখানে এ পথ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলটি পাশের জন্য সংসদে উত্থাপিত হলে তা চুড়ান্ত আইন আকারে পাশ হয়।আর এর মধ্য দিয়ে পূরণ হলো পিরোজপুরবাসীর একটি দীর্ঘ দিনের স্বপ্ন পুরন হতে চলছে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাশ উপলক্ষে বুধবার  বিকেলে বের হওয়া ওই বিজয় উল্লাস ও আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক এমএ হাকিম হাওলাদার, আওয়ামীলীগ নেতা চন্ডিচরন পাল, যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, গৌতম রায় চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা কামরুজ্জামান শামীম, রুহিয়া বেগম হাসিন, জাহিদুল ইসলাম পিরু, জিয়াউল আহসান জিয়া, গোপাল বসু, সিকদার চাঁন, জহিরুল হক মিঠু, অনিকুজ্জামান অনিক প্রমুখ।

জানা গেছে, পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সংসদ সদস্য  নির্বাচিত হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর নিকট ২০১৯ সালের জুলাই মাসে একটি আবেদন করেন। ২০১৯ সালের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী অনুমোদন দিয়ে শিক্ষা মন্ত্রনালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রনালয় ২০১৯ সালের ২৭ অক্টোবর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইনের খসরা প্রনয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে চিঠি দেন। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন ২০২০ সালের ২৩ মার্চ আইনের খসরা পাঠান শিক্ষা মন্ত্রনালয়ে। ২০২০ সালের ১৬ জুলাই খসরা আইনের উপর মতামত দিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়কে চিঠি দেয়। ২০২০ সালের ২৯ নভেম্বর শিক্ষা মন্ত্রনালয় থেকে
মন্ত্রী পরিষদ বিভাগে আইনের খসড়া পরীক্ষা নিরীক্ষার জন্য পত্র দেয়া হয়।২০২০ সালের ১৬ ডিসেম্বর মন্ত্রী পরিষদ বিভাগ থেকে পরীক্ষা নিরীক্ষা
পূর্বক শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়ে মন্ত্রীপরিষদে উত্থাপনের জন্য চিঠি দেয়া হয়।২০২১ সালের ৫ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে
মহামান্য রাষ্ট্রপতির সুপারিশ নিয়ে সংসদের উত্থাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয়। পরে আইন মন্ত্রণালয়ের ভোটিং হয় এবং প্রধানমন্ত্রী এবং  মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করে বিলটি সংসদে উত্থাপনের অনুমোদন দেন।১৮ নভেম্বর ২০২১ তারিখে বিলটি উত্থাপিত হলে সংসদে স্থায়ী কমিটির নিকট প্রেরণ করার জন্য অনুমোদন হয়। বিলটি ‘আইন’আকারে পাশের জন্য ২৯ মার্চ ২০২২ সংসদে উত্থাপিত হয় এবং পাশ হয়।

গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বিলটি সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২২ পাশের জন্য সংসদে উত্থাপন করেন।

পিরোজপুরে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের লক্ষ লক্ষ শিক্ষার্থীর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার
দ্বার উন্মোচিত হলো।ইতোমধ্যে  পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় পিরোজপুর নাজিরপর গোপালগঞ্জ মহাসড়কের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য জায়গা নির্ধারন করা হয়েছে।

এ ব্যাপারে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ সংসদের ভিপি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন জানান, দক্ষিন অঞ্চলের পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, ঝালকাঠী লাখ শিক্ষার্থীদের প্রানের দাবী এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে তা পুরন হচ্ছে। এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ অঞ্চলের গরীব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পাবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »