অস্ট্রিয়ায় করোনার নতুন সংক্রমণ অনেক কমে এসেছে

অস্ট্রিয়ায় রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন ২২,২০১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৪ জন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় গতকাল রোববার (২৭ মার্চ) করোনা মহামারী নিয়ে তাদের প্রতিদিনের কোনো পরিসংখ্যান প্রকাশ না করার পর, আজ সোমবার সকালে সংক্রমণের বিস্তার হ্রাসের এই ভালো খবরটি জানানো হয়েছে। মূলত সরকারের বাধ্যতামূলক FFP2 মাস্ক পড়ার নিয়ম সংক্রমণ বিস্তার বৃদ্ধিতে কিছুটা লাগাম টেনেছে।

অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন আজ কিছুটা সংক্রমণ কমে আসলেও গত সাত দিনের দৈনিক গড় সংক্রমণ ৩৫,৬৪৪ জন। সমগ্র অস্ট্রিয়ায় গত সাত দিনে প্রতি ১,০০,০০০ লাখ জনপদে করোনার দৈনিক গড় সংক্রমণ প্রায় ২,৭৭৫ জন। ফলে সমগ্র অস্ট্রিয়া করোনার ট্র্যাফিক লাইট কমিশনের সিদ্ধান্ত মোতাবেক এখনও করোনার অতি ঝুঁকিপূর্ণ ঘন লাল জোনেই রয়ে গেছে।

তবে করোনার সংক্রমণের বিস্তার অনেকটাই স্থিতিশীল অবস্থানে থাকলেও অস্ট্রিয়ার হাসপাতালগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। হাসপাতালের সাধারণ ওয়ার্ডগুলিতে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ: কোভিড -১৯ আক্রান্ত হাসপাতালের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,২৫৯ জনে এবং আইসিইউ রোগীর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ২৪১ জনে।

এদিকে আজ অস্ট্রিয়ার স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নিয়মিত করোনার ভাইরাসের নিয়মিত দৈনিক প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে দেশে নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ২২,২০১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৪ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৫,০১৮ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৫,৭৩৬ জন, OÖ রাজ্যে ৪,০৩৫ জন, Steiermark রাজ্যে ২,৩৭২ জন, Kärnten রাজ্যে ১,২৮২ জন, Vorarlberg রাজ্যে ১,০১২ জন, Burgenland রাজ্যে ৯৭৮ জন, Tirol রাজ্যে ৯৬৬ জন এবং Salzburg রাজ্যে ৮০২ জন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন মাত্র ৩৮ জন এবং করোনার তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৫১৩ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৬,৯৮,৫১১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫,৭০৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৩৩,৩১,৬৯১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,০০,১৮৫ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৪১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩,২৫৯ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »