অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক তথ্যে প্রতিদিন গড়ে প্রায় ৪,০০০ হাজার শরণার্থী অস্ট্রিয়ায় আগমনের কথা
জানিয়েছেন
ইউরোপ ডেস্কঃ গতকাল রোববার (৬ মার্চ) ইউরো বাংলা টাইমসের ভিয়েনা প্রতিনিধি সরেজমিনে ভিয়েনার প্রধান রেলস্টেশনে গিয়ে এই শরণার্থীদের আগমনের ঢল প্রত্যক্ষ করেন। ইউক্রেন থেকে পালিয়ে আসা লোকজনদের সিংহভাগই পোল্যান্ডে প্রবেশ করছে। পোল্যান্ড থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে,পোল্যান্ড সীমান্ত দিয়ে এই পর্যন্ত প্রায় ৯ লাখ শরণার্থী সেদেশে প্রবেশ করেছে।
তাছাড়াও রাশিয়া,বেলারুশ ও মোলদোভাতেও আশ্রয় নিয়েছে অনেক শরণার্থী। পোল্যান্ডের পর দ্বিতীয় সবচেয়ে বেশি প্রবেশ করছে পূর্ব ইউরোপের দেশ রুমানিয়া দিয়ে। পোল্যান্ডের শরণার্থীদের সংখ্যাগরিষ্ঠ প্রবেশ করছে জার্মানি ও পশ্চিমের ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম ইত্যাদি দেশে। তাছাড়াও পোল্যান্ড থেকে চেক প্রজাতন্ত্র হয়ে অনেক শরণার্থী অস্ট্রিয়াতেও প্রবেশ করছে। স্লোভাকিয়া ও হাঙ্গেরির সাথে অস্ট্রিয়ার প্রতি ঘন্টায় ঘন্টায় রেল যোগাযোগ আছে। তাই ইউক্রেন শরণার্থীরা খুব সহজেই এই দুই দেশ দিয়ে অতি অল্প সময়ের মধ্যেই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্রধান রেলস্টেশনে পৌঁছে যেতে পারছে।
তবে অস্ট্রিয়ায় ইউক্রেন যুদ্ধের কারণে দেশ ছেড়ে পালিয়ে যেসব শরণার্থী আসছেন তার সিংহভাগই রুমানিয়া থেকে স্লোভাকিয়া ও হাঙ্গেরি হয়ে অস্ট্রিয়া প্রবেশ করছে। আমাদের প্রতিনিধি আরও দেখতে পেয়েছেন ইউক্রেন শরণার্থীদের সাথে পূর্ব ইউরোপে আটকে থাকা অনেক দক্ষিণ এশিয়ার নাগরিকরাও অস্ট্রিয়ায় আগমন করছে।
ভিয়েনার প্রধান রেল স্টেশন (Wien Hauptbahnhof) এ আন্তর্জাতিক মিশনারি ও মানবাধিকার সংস্থা কারিতাস (CARITAS) অস্ট্রিয়া শরণার্থীদের জন্য একটি অভ্যর্থনা কেন্দ্র খুলেছে। কারিতাস অস্ট্রিয়ার একাধিক স্বেচ্ছাসেবক দল পর্যায়ক্রমে শিফট ডিউটির মাধ্যমে আগত শরণার্থীদের অভ্যর্থনা এবং প্রাথমিকভাবে পানি সহ সামান্য ফাস্ট ফুড খাবার সরবরাহ করছে।
সমগ্র রেলস্টেশনে অতিরিক্ত টহল পুলিশ সহ অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের (ÖBB) সিকিউরিটদেরও সতর্ক অবস্থায় চতুর্দিকে টহল দিতে দেখা গেছে। অস্ট্রিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যম পূর্বেই একটা সাধারণ হিসাব করে পূর্বাভাস দিয়েছিলেন যে,অস্ট্রিয়ায় প্রায় লাখ খানেক শরণার্থীদের আগমন ঘটতে পারে। অবশ্য গতকাল অস্ট্রিয়ার সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,অস্ট্রিয়ান
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান,অস্ট্রিয়ায় আসা শরণার্থীদের শতকরা ৮০ ভাগই ইতালি ও স্পেন যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।
এখানে উল্লেখ্য যে,অস্ট্রিয়া ও জার্মানি সহ ইউরোপের অধিকাংশ দেশ ইউক্রেন যুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য রেল সহ সকল পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি ঘোষণা করেছে। আমাদের প্রতিনিধি আরও জানান, আগত শরণার্থীদের মধ্যে শিশু,মহিলা ও বয়স্ক লোকেদেরই আধিক্য বেশী দেখা গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর এক তথ্য অনুসারে গত ১১ দিনে প্রায় ১৫ লাখ ইউক্রেনীয় দেশ ত্যাগ করেছেন। আশঙ্কা করা হচ্ছে আগামী দিনগুলিতে এই সংখ্যা বেড়ে দ্বিগুণ হতে পারে।
এদিকে গতকাল রোববার অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ২৮,৪৬৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ২২ জন। রাজধানী ভিয়েনায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৫,৪৮৩ জন।
অস্ট্রিয়ার অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৬,৩৪৬ জন, OÖ রাজ্যে ৪,৪৯৯ জন, Steiermark রাজ্যে ৪,১৩৩ জন, Kärnten রাজ্যে ২,০৯৩ জন, Tirol রাজ্যে ২,০১৮ জন, Salzburg রাজ্যে ১,৫৩৯ জন, Vorarlberg রাজ্যে ১,৪২৬ জন এবং Burgenland রাজ্যে ৯২৬ জন করোনায় নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গতকাল সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৪৮২ জন এবং করোনার প্রতিষেধক টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন ২,৩৭২ জন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৮,৬৭,৭৬০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫,০০৮ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ২৫,৬০,১৭৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,৯২,৫৭৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৯১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৪৬৯ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ ইবিটাইমস