যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ ইউক্রেনীয় অধিবাসীদের বহিষ্কার স্থগিত করেছে

 যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েকলাখ অবৈধ ইউক্রেনীয় অধিবাসী থাকার ও কাজ করার অনুমতি
পাবে

আন্তর্জাতিক ডেস্কঃ সংবাদ সংস্থা রয়টার্স ও ভয়েস অফ আমেরিকা জানিয়েছে,যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি অফিস গত বৃহস্পতিবার জানায় ইউক্রেনের যে লাখ লাখ অধিবাসী বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাতের কারণে দেশে ফিরতে পারছেন না তাদেরকে বাইডেন প্রশাসন বহিষ্কার হওয়া থেকে অস্থায়ী ভাবে নিষ্কৃতি এবং কাজ করার অনুমতি দেবে।

হোমল্যান্ড সিকিউরিটি অফিসের ভাষ্যমতে,এই পদক্ষেপের কারণে ইউক্রেনের নাগরিকরা আগামী ১ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে থাকতে পারবে এবং ১৮ মাস আইনিভাবে কাজ করার সুযোগ পাবে।

ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে, টেম্পোরারি প্রোটেক্টেড স্টেটাস বা (TPS) কর্মসূচির অধীনে ইউক্রেনের নাগরিকদের বহিষ্কার স্থগিত করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় যেসব দেশচ্যূত মানুষ অস্বাভাবিক পরিস্থিতি যেমন, সহিংস সংঘাত বা প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের দেশে ফিরতে পারছেন না তাদেরকে যুক্তরাষ্ট্রে থাকার এবং নির্দিষ্ট একটি সময়ের কাজ করার অনুমতি দেয়া হবে।

যুক্তরাষ্ট্রের ডিএইচএস এর মন্ত্রী আলেহান্দ্রো মায়োর্কাস এক লিখিত বিবৃতিতে জানান, “ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ব পরিকল্পিত এবং বিনা প্ররোচনায় হামলা” ইউক্রেনের জনগণকে অন্যান্য দেশে আশ্রয় নিতে বাধ্য করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস অফিস জানিয়েছে, চলতি মানবিক সঙ্কটের কারণে তারা ইউক্রেনের পথে বহিষ্কৃতদের ফ্লাইটগুলো বন্ধ রাখছে ।

এখানে উল্লেখ্য যে,গত ২৪শে ফেব্রুয়ারী থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরু করলে ১০ লাখের অধিক ইউক্রেনের অধিবাসী দেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী মধ্যাঞ্চলীয় ইউরোপীয় দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে। মস্কো অবশ্য এসব অভিযানকে বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করে।

রাশিয়ার আগ্রাসনের প্রথম সপ্তাহে ১০ লাখেরও বেশি ইউক্রেনিয়ান দেশ ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের মতে, ৫ লাখেরও বেশি মানুষ পোল্যান্ডে পাড়ি দিয়েছে। আরও ১০ লাখ ইউক্রেনের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে। ইইউ ধারণা করছে যে, আগামী সপ্তাহগুলোতে আরও ৭০ লাখ ইউক্রেনিয়ান দেশত্যাগ করতে পারে।

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »