গত সপ্তাহে আশা করা হয়েছিল যে,এই সপ্তাহে অস্ট্রিয়ার অনেক রাজ্য করোনার ট্র্যাফিক লাইট লাল থেকে কমলায় ফেরত আসবে
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,পুনরায় করোনার সংক্রমণের বিস্তারের বৃদ্ধির ফলে অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন তাদের নিয়মিত সাপ্তাহিক পর্যালোচনা বৈঠকের পর সমগ্র অস্ট্রিয়াকে করোনার সংক্রমণের অতি ঝুঁকিপূর্ণ লাল জোনেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সির নির্দেশনা অনুযায়ী কোন এলাকা বা অঞ্চলের প্রতি এক লাখ জনপদে যদি ১০০ জনের উপরে করোনায় সংক্রামিত অবস্থায় থাকে তাহলে সে অঞ্চল করোনার সংক্রমণ বিস্তারের অতি ঝুঁকিপূর্ণ লাল জোন হিসাবে চিহ্নিত হবে। ট্রাফিক লাইট কমিশনের তথ্য মতে ভিয়েনায় বর্তমানে প্রতি এক লাখ জনপদে করোনায় আক্রান্ত শতের সামান্য
উপরে থাকলেও অন্যান্য রাজ্যে এই সংখ্যা আরও অনেক বেশী।
করোনা ট্রাফিক লাইট কমিশনের তথ্য অনুসারে ফেডারেল রাজধানী ভিয়েনায় বর্তমানে প্রতি এক লাখ জনপদে করোনায় সংক্রামিত ১০৫ জন। তারপর লোয়ার অস্ট্রিয়ায় ১৮১ জন। অস্ট্রিয়ায় বর্তমানে করোনার ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BA.2 ভাইরাসের প্রাদুর্ভাব চলছে। এই ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট সাধারণ ওমিক্রনের চেয়ে কিছুটা জটিল বলে জানা গেছে।
আপার অস্ট্রিয়া, বুর্গেনল্যান্ড এবং সালজবুর্গ এই চারটি ফেডারেল রাজ্যে, ঝুঁকির সংখ্যা, যা শনাক্তের সংখ্যার পাশাপাশি টিকা দেওয়ার অবস্থা এবং সংক্রামিতদের বয়স বিবেচনা করে, আগের সপ্তাহের তুলনায় আরও খারাপ হয়েছে। তিরল রাজ্যেও করোনার সংক্রমণের বিস্তার উল্লেখযোগ্য পতন অর্থাৎ সংক্রমণের বিস্তারের বৃদ্ধি পুনরায় বেড়েছে।
এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৩২,৪১৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৬ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন ৫,৯৩৯ জন।
অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৭,২৪৯ জন, OÖ রাজ্যে ৫,৭৩৬ জন, Steiermark রাজ্যে ৪,১১৯ জন, Tirol রাজ্যে ২,৫৫০ জন, Kärnten রাজ্যে ২,১৫৫ জন, Salzburg রাজ্যে ২,০৭৪ জন, Vorarlberg রাজ্যে ১,৫০৩ জন এবং Burgenland রাজ্যের ১,০৯৪ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭০ জন এবং করোনার প্রতিষেধক টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৩,৮২৫ জন।
অস্ট্রিয়ায় বর্তমানে করোনার প্রতিষেধক টিকার বৈধ সনদের অধিকারী ৬২,৪৪,০০৭ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৯,৯ শতাংশ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৮,০৮,০০৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৪,৯৬০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ২৫,০৫,৪৯১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,৮৭,৫৫৭ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৯৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৫৪৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর