যে কোন মুহুর্তে রাশিয়ার ইউক্রেনে হামলার আশঙ্কায় বাংলাদেশী নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ

ইউক্রেনে সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আজ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির সংবাদ সংস্থা ডয়েচে ভেলে (DW) জানিয়েছেন,ইউক্রেন যুদ্ধ ঠেকাতে শেষ চেষ্টা হিসাবে
গত সোমবার (১৪ ফেব্রুয়ারী) ইউক্রেন সফরের পর গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে আলোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস৷ ইউক্রেনের উপর রাশিয়ার সম্ভাব্য হামলা এড়ানোর উদ্যোগ নিয়ে তিনি বর্তমানে মস্কোতে অবস্থান করছেন।

জার্মানির সংবাদ মাধ্যমটি আরও জানান, রাশিয়া চলতি সপ্তাহেই ইউক্রেনের উপর হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন প্রশাসন৷ বুধবার ১৬ই ফেব্রুয়ারী নাকি সেই হামলা শুরু হতে পারে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে এমনটা মনে না করলেও সেই দিনটিকে জাতীয় ঐক্য দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন৷ তিনি বুধবার সারা দেশে জাতীয় পতাকা উত্তোলন এবং জনসাধারণের উদ্দেশ্যে সকাল দশটায় জাতীয় সংগীত গাওয়ার ডাক দিয়েছেন৷

গোটা বিশ্বের কাছে ইউক্রেনের ঐক্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট৷ অ্যামেরিকা যেভাবে রাশিয়ার হামলার আশঙ্কায় কূটনীতিকদের ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড সীমান্তের কাছে পাঠিয়ে দিয়েছে, সে বিষয়েও বিরক্তি প্রকাশ করেন তিনি৷ তাঁর মতে, পশ্চিম ইউক্রেন বলে কিছু নেই, অঘটন ঘটলে গোটা দেশই সমানভাবে ঝুঁকির মুখে পড়বে৷

উল্লেখ্য যে,রাশিয়া ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করার পর থেকেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর ফলে সম্ভাব্য রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনও যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। ইউক্রেনের রাজধানীতে দফায় দফায় বৈঠক করছেন সেনা অফিসাররা এবং তৈরি করছেন বিভিন্ন রণকৌশল।

এদিকে যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে ইতিমধ্যেই সাড়ে আট হাজার সেনা মোতায়েন করেছে। তাছাড়াও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট তাদের যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজ তৈরি রেখেছে। অন্যদিকে অনেকটাই নিশ্চিত হামলার আশঙ্কায় নিজস্ব প্রতিরক্ষায় ইউক্রেনের সাধারণ মানুষও হাতে অস্ত্র তুলে নিচ্ছেন। অনেকেই সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। যুদ্ধ হলে যাতে তারা দেশের জন্য লড়াই করতে পারেন।

সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরকে অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। দেশটি বাংলাদেশের কোন দূতাবাস নেই। তবে পার্শ্ববর্তী পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস এ আহবান জানিয়েছে।

ইউক্রেন ত্যাগ করে অন্য কোন দেশে যেতে না পারলে বাংলাদেশে যেতে পারেন প্রবাসীরা। একই সাথে সকল বাংলাদেশীকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সকল প্রকার ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ইউক্রেনে অবস্থানরত সকল বাংলাদেশীকে তাঁদের অবস্থানের তথ্য পোল্যান্ড দূতাবাসকে জনানোর অনুরোধ করা হয়েছে । যাতে করে জরুরী প্রয়োজনে দূতাবাস তাঁদের সাথে যোগাযোগ করতে পারে। ঘটনাবলী পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস/ এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »