ভিয়েনায় বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাধারণ সভায় ২০২২ সালের জন্য সমিতির সদস্য ইকবাল মুস্তারি এবং কবির আহমেদকে নিরীক্ষক নিযুক্ত করা হয়েছে

ইউরোপ ডেস্কঃ গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারী) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় “বাংলাদেশ অস্ট্রিয়া” সমিতির ২০২২ সালের
কার্যকরী কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভাটি ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে পুরাতন সংগঠন। এই সমিতির পথযাত্রা প্রায় ৪২ বছরের। সমিতির ২০২২ সালের কার্যকরী কমিটির নতুন সভাপতি মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন হাসানের সঞ্চালনায় নতুন কমিটির প্রথম সাধারণ সভায় বিপুল সংখ্যক সমিতির সদস্য উপস্থিত ছিলেন।

এজেণ্ডা ভিত্তিক সাধারণ সভায় বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাধারণ সম্পাদক মামুন হাসান ২০২২ সালের কার্যকরী বছরের বিভিন্ন কার্যক্রমের বিবরণ ও খসড়া বাজেট উপস্থাপন করেন। চলতি বছরের খসড়া বাজেটে আনুমানিক আয় ধরা হয়েছে ২৯,৭০০ হাজার ইউরো এবং আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩২,৫০০ হাজার ইউরো।

খসড়া বাজেট পেশ করার পর এ নিয়ে সাধারণ সভায় উপস্থিত সাধারণ সদস্যরা এর উপর বক্তব্য রাখেন এবং বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির নতুন কার্যকরী কমিটির পক্ষে সভাপতি মাহবুবুল ইসলাম সকলের পরামর্শ
যথাযথভাবে পর্যালোচনা করে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির গনতন্ত্রের ২৪.৪ ধারা অনুযায়ী ২০২২ সালের কার্যবর্ষের জন্য দুই জন নিরীক্ষক নিযুক্ত করা হয়। বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি এপেলো চিষতী সমিতির সদস্য ইকবাল মুস্তারির নাম প্রস্তাব করলে সাধারণ সভা তা সর্ব সম্মতিক্রমে অনুমোদন করে। পরে ইকবাল মুস্তারি দ্বিতীয় নিরীক্ষক হিসাবে সমিতির সদস্য কবির আহমেদের নাম প্রস্তাব করলে,সাধারণ সভা তাও অনুমোদন করে নেয়।

সাধারণ সভার এক ফাঁকে সাধারণ সম্পাদক মামুন হাসান উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন,আগামী ২০ শে ফেব্রুয়ারী বাংলাদেশের সাথে সময়ের মিল রেখে সমিতির কার্যালয়ে নির্মিত স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মাতৃভাষা দিবস উদযাপন করা হবে। তিনি আরও জানান অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির যে সমস্ত সামাজিক,সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন তাদেরকে আগামী ১৮ ই ফেব্রুয়ারীর মধ্যে সমিতির সভাপতি মাহবুবুল ইসলামের নিকট জানানোর জন্য অনুরোধ করা হল। তিনি আরও জানান,করোনার বিধিনিষেধ থাকায় লোকজন বেশী হলে আমাদের নিয়ম ও সময়ে কিছু নতুন পরিকল্পনা করতে হবে বলে জানান।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মাহবুবুল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে ২০২২ সালের প্রথম সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়। নতুন সভাপতির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকলকে আপ্যায়নও করা হয়।

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »