ভিয়েনা ১২:০০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভিয়েনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য করোনা প্রতিষেধক টিকাদান কার্যক্রম শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • ১৬ সময় দেখুন

আজ থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ১৮৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার প্রতিষেধক টিকাদান কার্যক্রম শুরু হয়েছে

ইউরোপ ডেস্কঃ  অস্ট্রিয়ার রাস্ট্রায়ত্ব টেলিভিশন নেটওয়ার্ক ORF এর সংবাদ বিষয়ক অনুষ্ঠান Zeit im Bild (ZIB) ভিয়েনা
রাজ্য প্রশাসনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন। ভিয়েনা রাজ্যের শিক্ষা কাউন্সিলর অফিস জানিয়েছেন এই পর্যন্ত প্রায় ৩,০০০ হাজার শিক্ষার্থীর নাম নিবন্ধন করা হয়েছে। অবশ্য এই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান চিঠির মাধ্যমে অভিভাবকদের অনুমতি নিয়ে নিয়েছেন।

সংবাদে আরও বলা হয়েছে,ভিয়েনার প্রাথমিক বিদ্যালয়ের করোনার প্রতিষেধক টিকাদানের এই কার্যক্রম মার্চ মাসের শেষ পর্যন্ত চলবে।

এদিকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, এক সপ্তাহের সেমিস্টার বিরতির পর আজ রাজধানী ভিয়েনা ও লোয়ার অস্ট্রিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলেছে। আবার আজ থেকে অস্ট্রিয়ার বাকী সাতটি রাজ্যে এক সপ্তাহের সেমিস্টার বিরতির ছুটি শুরু হয়েছে।

সংবাদ মাধ্যম আরও জানিয়েছেন যে,আজ থেকে ভিয়েনার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাশে বসা অবস্থায় নাক ও মুখের সুরক্ষার মাস্ক পড়া প্রত্যাহার করে নেয়া হয়েছে। ভিয়েনা ও লোয়ার অস্ট্রিয়া আজ প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী তাদের ক্লাশে ফিরেছেন। অস্ট্রিয়ায় বর্তমানে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব চললেও স্কুল খোলা রয়েছে। বর্তমানে স্কুলে সপ্তাহে মাত্র একবার করোনার পিসিআর পরীক্ষা করা হবে।

এদিকে আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৪,৫৬৫ জন এবং মৃত্যুবরণ করেছেন
২০ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন ৫,৪৭৭ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৫,৩৪০ জন, OÖ রাজ্যে ৪,৫০৩ জন, Steiermark রাজ্যে ২,৯৫৫ জন,Tirol রাজ্যে ১,৭২১ জন, Kärnten রাজ্যে ১,৫৬৫ জন, Salzburg রাজ্যে ১,২০৩ জন, Vorarlberg রাজ্যে ১,১৪৬ জন এবং Burgenland
রাজ্যে ৬৫৫ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৭৬ জন এবং করোনার প্রতিষেধক টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন ২,৩৬২ জন। অস্ট্রিয়াতে বর্তমানে করোনার প্রতিষেধক টিকার বৈধ সনদের অধিকারী ৬২,২২,৮৮৪ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৯,৭ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২২,৯৯,২২৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৪,৩৯২ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ১৯,৬৯,৩৭৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,১৫,৬৪৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৯৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,১৪১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য করোনা প্রতিষেধক টিকাদান কার্যক্রম শুরু

আপডেটের সময় ০৪:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

আজ থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ১৮৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার প্রতিষেধক টিকাদান কার্যক্রম শুরু হয়েছে

ইউরোপ ডেস্কঃ  অস্ট্রিয়ার রাস্ট্রায়ত্ব টেলিভিশন নেটওয়ার্ক ORF এর সংবাদ বিষয়ক অনুষ্ঠান Zeit im Bild (ZIB) ভিয়েনা
রাজ্য প্রশাসনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন। ভিয়েনা রাজ্যের শিক্ষা কাউন্সিলর অফিস জানিয়েছেন এই পর্যন্ত প্রায় ৩,০০০ হাজার শিক্ষার্থীর নাম নিবন্ধন করা হয়েছে। অবশ্য এই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান চিঠির মাধ্যমে অভিভাবকদের অনুমতি নিয়ে নিয়েছেন।

সংবাদে আরও বলা হয়েছে,ভিয়েনার প্রাথমিক বিদ্যালয়ের করোনার প্রতিষেধক টিকাদানের এই কার্যক্রম মার্চ মাসের শেষ পর্যন্ত চলবে।

এদিকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, এক সপ্তাহের সেমিস্টার বিরতির পর আজ রাজধানী ভিয়েনা ও লোয়ার অস্ট্রিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলেছে। আবার আজ থেকে অস্ট্রিয়ার বাকী সাতটি রাজ্যে এক সপ্তাহের সেমিস্টার বিরতির ছুটি শুরু হয়েছে।

সংবাদ মাধ্যম আরও জানিয়েছেন যে,আজ থেকে ভিয়েনার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাশে বসা অবস্থায় নাক ও মুখের সুরক্ষার মাস্ক পড়া প্রত্যাহার করে নেয়া হয়েছে। ভিয়েনা ও লোয়ার অস্ট্রিয়া আজ প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী তাদের ক্লাশে ফিরেছেন। অস্ট্রিয়ায় বর্তমানে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব চললেও স্কুল খোলা রয়েছে। বর্তমানে স্কুলে সপ্তাহে মাত্র একবার করোনার পিসিআর পরীক্ষা করা হবে।

এদিকে আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৪,৫৬৫ জন এবং মৃত্যুবরণ করেছেন
২০ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন ৫,৪৭৭ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৫,৩৪০ জন, OÖ রাজ্যে ৪,৫০৩ জন, Steiermark রাজ্যে ২,৯৫৫ জন,Tirol রাজ্যে ১,৭২১ জন, Kärnten রাজ্যে ১,৫৬৫ জন, Salzburg রাজ্যে ১,২০৩ জন, Vorarlberg রাজ্যে ১,১৪৬ জন এবং Burgenland
রাজ্যে ৬৫৫ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৭৬ জন এবং করোনার প্রতিষেধক টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন ২,৩৬২ জন। অস্ট্রিয়াতে বর্তমানে করোনার প্রতিষেধক টিকার বৈধ সনদের অধিকারী ৬২,২২,৮৮৪ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৯,৭ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২২,৯৯,২২৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৪,৩৯২ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ১৯,৬৯,৩৭৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,১৫,৬৪৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৯৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,১৪১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর