অস্ট্রিয়ার সংখ্যাগরিষ্ঠ জনগণ বর্তমান কোয়ালিশন সরকারের কাজকর্মে অসন্তুষ্ট

বৈশ্বিক মহামারী করোনার বিগত দুই বছরে বর্তমান কোয়ালিশন ÖVP ও Greens পার্টির সরকারের কাজে অসন্তুষ্ট দেশের প্রায় দুই-তৃতীয়াংশের বেশি মানুষ

ইউরোপ ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দুই বছর পরে, এক জনমত জরিপে দেখা যাচ্ছে বর্তমান কোয়ালিশন ফেডারেল সরকারের কাজ নিয়ে আগের চেয়ে বেশি মানুষ অসন্তুষ্ট। অস্ট্রিয়ার জনপ্রিয় সম্প্রচার কেন্দ্র ATV – এর এক জনমত জরিপে এ তথ্য বেড়িয়ে এসেছে। এটিভির জন্য পিটার হাজেকের সাম্প্রতিক এক সমীক্ষায় বলা হয়েছে,বর্তমানে দেশের প্রায় শতকরা ৬৯ শতাংশ মানুষ কোয়ালিশন সরকারের প্রতি অসন্তুষ্ট।

অন্যদিকে এর বিপরীতভাবে, বর্তমান কোয়ালিশন সরকারের প্রতি সন্তুষ্টি জানিয়েছেন দেশের শতকরা ২৮ শতাংশ মানুষ বাকীরা কোন মন্তব্য করতে রাজি হয় নি। বর্তমান এই সমীক্ষার ফলে দেখা যাচ্ছে কোয়ালিশন সরকারের আর সংসদে সংখ্যাগরিষ্ঠতা নাই। জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে অস্ট্রিয়ার প্রধান বিরোধীদল সোস্যালিস্ট পার্টি অস্ট্রিয়া
(SPÖ) বর্তমানে শতকরা ২৫ শতাংশ, আর সরকারের প্রধান দল ÖVP এর জন সমর্থন মাত্র ২৪ শতাংশ।

ATV আরও জানায়,তারা দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন পেশার ৮০০ শত মানুষের উপর এই জরিপ চালিয়েছে। অস্ট্রিয়াতে ২০২০ সালের ২৫শে ফেব্রুয়ারী প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। অস্ট্রিয়াতে প্রথম করোনায় আক্রান্ত শনাক্ত নিশ্চিত হওয়ার পর ÖVP এবং Greens এর তৎকালীন নতুন জোটকে মহামারী ব্যবস্থাপনায় স্যুইচ করতে হয়েছিল। দুই বছরের লকডাউন এবং অন্যান্য বিধিনিষেধের পরে এসে এখন এই কোয়ালিশন সরকারের কাজের প্রতি সংখ্যাগরিষ্ঠ মানুষের অসন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে।

বর্তমান “ফেডারেল সরকারের কাজের সাথে সন্তুষ্টিতে ব্যাপক পতনের ব্যাখ্যা করা কঠিন নয়: সাধারণভাবে করোনা সংকট ব্যবস্থাপনা, বিশেষ করে করোনার টিকা দেওয়ার প্রয়োজনীয়তা এবং একটি চ্যান্সেলর দল যা বিচার বিভাগের ক্রমাগত চাপের মধ্যে রয়েছে,” হাজেক ফলাফল ব্যাখ্যায় তা স্পষ্ট প্রকাশ পেয়েছে।

এদিকে গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারী) অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন ৩১,১২৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৩ জন। রাজধানী ভিয়েনায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৫,৯১৪ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে Steiermark রাজ্যে ৫,৪৮৩ জন,NÖ রাজ্যে ৫,৪৩৩ জন,OÖ রাজ্যে ৫,২৫১ জন,Tirol রাজ্যে ২,৬৪৩ জন,Kärnten রাজ্যে ২,৩৪০ জন,Vorarlberg রাজ্যে ১,৭৭৪ জন,Salzburg রাজ্যে ১,৬৩৫ জন এবং Burgenland রাজ্যে ৬৫৫ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১,৪২০ জন এবং করোনার প্রতিষেধক টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন ১১,৬২৩ জন।

অস্ট্রিয়ায় বর্তমানে করোনার প্রতিষেধক টিকার বৈধ সনদ প্রাপ্ত ৬২,২৩,২৯৩ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৯,৭ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২২,৪৮,৭১৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৪,৩৬০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ১৮,৯৬,৮০৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,৩৭,৫৪৪ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৮৫ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,০৩২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস /এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »