চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাসন-ভোলা আঞ্চলিক মহাসড়কে এ্যান্বুলেন্স খাদে পড়ে ড্রাইভার আঃশহিদ(২৪)আহত হয়েছেন। আহত চালক শহিদের বাড়ী উপজেলার কাশেমগঞ্জ এলাকায়।
শনিবার রাত আনুমানিক ৩টার দিকে ভোলা থেকে চরফ্যাসন আসার পথে আলীয়া মাদ্রাসা সংলগ্ন সড়কের উপর নির্মাণাধীন কার্লভাটের রডের উপর তিনফুট পানির নীচে এ্যান্বুলেন্স পড়ে যায়।
গভীর রাতে আশপাশে কোন লোকজন না থাকায় ড্রাইভার আঃ শহিদ আহত হয়ে নিজের প্রচেষ্ঠায় দূর্ঘটনাস্হল থেকে বের হয়ে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসা নেয়।তার মাথা ও হাতপা জখম হয়।
মাইক্রো ড্রাইভার সাইফুল ইসলাম জানান,শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে চরফ্যাসন থেকে এ্যান্বুলেন্সে রোগীবহন করে ভোলা পৌঁছে দিয়ে চরফ্যাসনে ফেরার পথে রাত আনুমানিক ৩টার দিকে চরফ্যাসন আলীয়া মাদ্রাসা সংলগ্ন বাইপাস সড়ক অতিক্রম না করে সোজা নির্মাণাধীন কালভার্টের খাদে পড়ে যায়।
চরফ্যাসন হাসপাতালের স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বশাক বলেন,দূর্ঘটনা কবলিত এ্যান্বুলেন্সটি ছিল প্রাইভেট কোম্পানীর।আহত ড্রাইভারকে রাতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জামাল মোল্লা/ইবিটাইমস/ এম আর