ভোলার চরফ্যাসনে আবারও শুরু হলো করোনাভাইরাস প্রতিরোধে অভিযান

চরফ্যাসন প্রতিনিধি: ভোলা চরফ্যাসন উপজেলার সদর বাজারসহ বিভিন্ন হোটেলে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার জন্য জনসচেতনতা তৈরিসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার সন্ধ্যায় চরফ্যাসন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু আবদুল্লাহ খান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ০৬ টি মামলায় ১৫ জনকে ৬ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি সচেতনতা তৈরি করতে মাইকিং করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, কিছুদিন করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা কমলেও এখন দিন দিন তা বাড়তে শুরু করছে, তাই সকলের মাস্ক পরা বাধ্যতামূলক পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলতে হবে। তিনি আরও বলেন,এখনো যারা ভ্যাক্সিন নেয়নি তারা অতিদ্রুত ভ্যাক্সিন নিয়ে নেন।

জামাল মোল্লা/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »