ভিয়েনা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচনে সভাপতি কাজী খলিল, সাধারণ সম্পাদক মানিক রায় নির্বাচিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • ১০ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছ। এতে কাজী খলিলুর রহমান ( বাংলাদশ বেতার ও মাছরাঙা ) সভাপতি ও মানিক রায় ( চ্যানল আই ও জনকণ্ঠ ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ছেন।

শনিবার বিকেল তিনটা থেকে ভোটগ্রহণ শুরু হয় চলে বিকেল সাড় চারটা পর্যন্ত নির্বাচনে সহ-সভাপতি পদে মা. আক্কাস সিকদার ( চ্যানল ২৪ ও যুগান্তর ) ও মা. মাসউদুল আলম ( বাংলাভিশন ), সহসাধারণ সম্পাদক পদ কে এম সবুজ ( এনটিভি ও কালর কণ্ঠ ), কোষাধ্যক্ষ পদে দিলীপ মণ্ডল ( সংবাদ ),  ক্রীড়া সম্পাদক পদে রতন আচার্য্য ( বাংলাটিভি ও আমাদর সময় ), কার্যনির্বাহী সদস্য পদে চারজন মুহাম্মদ আব্দুর রশীদ ( ইনকিলাব ), মঈনুল হক লিপু, চিত্তরঞ্জন দত্ত ( দৈনিক রুপালী ) ও জহিরুল ইসলাম জলিল ( আরটিভি ) নির্বাচিত হয়ছেন।

এর মধ্য সভাপতি, সহসভাপতি দুজন, সহসাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক  পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। এছাড়া সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের ২৯জন ভোটার তাদের ভাটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনায়ার হোসেন আনু ফলাফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন প্রেসক্লাবের আজীবন সদস্য  মনোয়ার হোসেন খান ও আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক হেমায়ত উদ্দিন হিমু। কার্যনির্বাহী পরিষদের ১১টি পদ ১৫জন  প্রার্থী নির্বাচনে অংশ নেন।

বাধন রায় /ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচনে সভাপতি কাজী খলিল, সাধারণ সম্পাদক মানিক রায় নির্বাচিত

আপডেটের সময় ০৭:৪৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছ। এতে কাজী খলিলুর রহমান ( বাংলাদশ বেতার ও মাছরাঙা ) সভাপতি ও মানিক রায় ( চ্যানল আই ও জনকণ্ঠ ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ছেন।

শনিবার বিকেল তিনটা থেকে ভোটগ্রহণ শুরু হয় চলে বিকেল সাড় চারটা পর্যন্ত নির্বাচনে সহ-সভাপতি পদে মা. আক্কাস সিকদার ( চ্যানল ২৪ ও যুগান্তর ) ও মা. মাসউদুল আলম ( বাংলাভিশন ), সহসাধারণ সম্পাদক পদ কে এম সবুজ ( এনটিভি ও কালর কণ্ঠ ), কোষাধ্যক্ষ পদে দিলীপ মণ্ডল ( সংবাদ ),  ক্রীড়া সম্পাদক পদে রতন আচার্য্য ( বাংলাটিভি ও আমাদর সময় ), কার্যনির্বাহী সদস্য পদে চারজন মুহাম্মদ আব্দুর রশীদ ( ইনকিলাব ), মঈনুল হক লিপু, চিত্তরঞ্জন দত্ত ( দৈনিক রুপালী ) ও জহিরুল ইসলাম জলিল ( আরটিভি ) নির্বাচিত হয়ছেন।

এর মধ্য সভাপতি, সহসভাপতি দুজন, সহসাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক  পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। এছাড়া সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের ২৯জন ভোটার তাদের ভাটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনায়ার হোসেন আনু ফলাফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন প্রেসক্লাবের আজীবন সদস্য  মনোয়ার হোসেন খান ও আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক হেমায়ত উদ্দিন হিমু। কার্যনির্বাহী পরিষদের ১১টি পদ ১৫জন  প্রার্থী নির্বাচনে অংশ নেন।

বাধন রায় /ইবিটাইমস