ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের বিশেষ সম্মাননা পেলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন

নিউজ ডেস্কঃ কাজের স্বীকৃতি  স্বরুপ  সম্মাননা পেলে কার না ভালো লাগে।  ইউরোপের বাংলাদেশ কমিউনিটির তথ্য  সংবাদ মাধ্যমে  তুলে ধরায়  বিশেষ  অবদানের জন্য অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমনকে  ‘ বিশেষ সম্মাননা ‘ প্রদান করলো   ইতালির ত্রেভিজো  বাংলা স্কুল ।  বিজয়ের ৫০ বছর পূর্তি  উপলক্ষে  প্রদান করা হয়  এই সম্মাননা।  বিভিন্ন ক্ষেত্রে  অবদানের জন্য বেশ কয়েকজনকে দেয়া হয় সম্মাননা ।  সাংবাদিকতায়  মোট তিনজনকে সম্মাননা ক্রেস্ট  প্রদান করা হয় ।
যমুনা টেলিভিশনে (  Jamuna Television )  ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশের বাংলা কমিউনিটির  সংবাদ  প্রচারের জন্য জাকির হোসেন সুমন কে ,  আর টিভি  ( RTv )  ভেনিস প্রতিনিধি আসলামুজ্জামান ও সময় টেলিভিশন ( Somoy Television ) এর ভেনিস প্রতিনিধি  মাকসুদুর রহমান  কে দেয়া হয় এ  সম্মাননা।    প্রবাসে সাংবাদিকতায় কাজের স্বীকৃতি  স্বরুপ  এ নিয়ে  তিনটি সম্মাননা ক্রেস্ট  অর্জনে জাকির হোসেন সুমন এর কাজের আগ্রহ ও দায়িত্ব  আরো বাড়িয়ে  দিলো ত্রেভিজো  বাংলা স্কুল । তাঁর এ অর্জন তিনি ইউরোপে বসবাসরত  সকল বাংলাদেশীদের উৎসর্গ করেছেন । সবার কাছে দোয়া চেয়ে জাকির হোসেন সুমন বলেন- আমার জন্য দোয়া করবেন ,  আমি যেনো আমার দায়িত্ব  নিষ্ঠার সাথে  পালন করতে পারি।
এদিকে, আয়েবাপিসি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন এর এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন- অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব,ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর প্রধান উপদেষ্টা ও অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি ও অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব এর বাংলাদেশ কোঅর্ডিনেটর কবি শাহাবুদ্দিন রিপন শান,  ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জামাল, যুগ্মসম্পাদক মাঈনউদ্দিন জমাদার, সাংগঠনিক সম্পাদক সামসুন্নাহার স্নিগ্ধা, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোর্শেদ ও তসলিম আখন, তথ্য ও গবেষণা সম্পাদক ইলিয়াস আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মামুন হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক মোসলেউদ্দিন মুরাদ, প্রশিক্ষণ সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য জসিম মাতাব্বর, মিজান পাটোয়ারী, এমরান হাসান আলীম, মাহির উদ্দিন মাহিম , সদস্য  মোহাম্মদ হারুন, ইশতিয়াক আহমেদ, নিয়াজ মাহমুদ জয়, সীমা বেগম প্রমুখ ।
রিপন শান/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »