ঝালকাঠি প্রতিনিধি: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর মুরাল ও ঝালকাঠির ব্রান্ডিং পেয়ারা- শীতলপাটির ফোয়রার উদ্বোধন করেন বরিশাল বিভাগের বিভাগিয় কামশনার সাইফুল হাসান বাদল।
১০ লক্ষ টাকা ব্যায়ে জেলা প্রশাসনের তত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে মর্মে জেলা প্রশাসক মোঃ জোহর আলী জানান।
উদ্ভোধনি অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেন, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, এনডিসি আহম্মেদ হাসান ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে অতিথি ও উপস্থিত ব্যক্তিদের নিয়ে দোয়া ও মোনাজাতে আয়োজন করা হয়।
বাধন রায়/ইবিটাইমস