ভিয়েনা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশন নিন্দা ও প্রতিবাদ সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার এডাব ঝালকাঠি জেলা শাখার সভাপতি শাহ্ আলম, সম্পাদক হোসাইন আহমেদ ‎ ঝালকাঠির দুটি আসনে ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ লাবীব গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান সুদানে শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত

অস্ট্রিয়ার Tirol রাজ্যে পাহাড়ের তুষার ধ্বসে ১৪ বছরের এক তরুণ নিহত,সাথী দুই জন আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ৫০ সময় দেখুন

৬ জন যুবক Tirol রাজ্যের Landeck জেলার Venet পাহাড়ের Zams এলাকায় শীতকালীন স্কি খেলার সময় এই দুর্ঘটনা ঘটে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার আল্পস পর্বতমালার পশ্চিমের রাজ্য Tirol এর জনপ্রিয় দৈনিক Tiroler Tageszeitung আজ তাদের অনলাইন প্রকাশনায় এই দুর্ঘটনার কথা জানায়।রাজ্যের এই আল্পস পর্বতমালার Venet এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ২,৫১২ মিটার উঁচুতে অবস্থিত।

তাছাড়াও অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়, Tirol রাজ্য পুলিশের একন মুখপাত্র এপিএকে জানায়, আজ শনিবার বিকালে অস্ট্রিয়ার Tirol রাজ্যের লান্ডেক জেলার VENET AT ZAMS এলাকায় এই দুর্ঘটনা ঘটে।পাহাড়ের তুষার ধ্বসে ১৪ বছর বয়সী এক তরুণের মৃত্যু ঘটে। এই  দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই তরুণ, অক্ষত রয়েছে আরও তিনজন।পূর্ববর্তী তথ্য অনুসারে, তরুণরা ভেনেটের উত্তর দিকে খোলা স্কি এলাকায় একটি খাড়া ঢালে প্রবেশ করেছিল যখন স্ল্যাবটি ভেঙে পড়েছিল।

রাস্ট্রায়ত্ব টেলিভিশন ORF Tirol-এর একটি প্রতিবেদন অনুসারে, তুষার ধস টি ৭০ থেকে ৮০ মিটার চওড়া এবং ২০০ মিটার দীর্ঘ ছিল মারাত্মকভাবে আহত ব্যক্তি, যিনি একজন অস্ট্রিয়ান নাগরিক, সম্পূর্ণরূপে বরফের ভিতর চাপা পড়েন এবং প্রায় এক ঘন্টা পরে দেড় মিটার গভীরে তাকে মৃত অবস্থায় পায় উদ্ধারকারী দল।

আহত দুই যুবক বরফে আংশিক চাপা পড়ায় তারা নিজেদের মুক্ত করতে সক্ষম হয়। পুলিশ জানায়, তরুণরা কোনো তুষারপাত অনুসন্ধান ডিভাইস বহন করেনি বলে জানা গেছে, যা অনুসন্ধানকে কঠিন করে তুলেছে। পাহাড় থেকে তুষার ধসের খবরের সাথে সাথেই এক বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

প্রায় ১০০ জন পর্বত উদ্ধারকারী বিশেষজ্ঞ দল অনুসন্ধান কুকুরের পাশাপাশি দুটি জরুরি ডাক্তার হেলিকপ্টার এবং একটি পুলিশ হেলিকপ্টার সহ এই উদ্ধার কাজে অংশগ্রহণ করে।অস্ট্রিয়ায় শীতের সময় পাহাড় থেকে এই তুষার ধ্বসে মাঝেমধ্যেই বড় ধরনের বিপদ ডেকে আনে।গত কয়েক বছর পূর্বে কোন এক রাতে পাহাড়ের পাদদেশের একটি গ্রাম এই পাহাড়ের তুষার ধসের ফলে সম্পূর্ণ ডুবে গেলে বরফে চাপায় প্রায় অর্ধ শতাধিক মানুষের মৃত্যু ঘটেছিল।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪,৪৬০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬৭ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮২৩ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৮৫৬ জন, OÖ রাজ্যে ৮১৯ জন, Steiermark রাজ্যে ৬৩৪ জন, Tirol রাজ্যে ৪৪৭ জন, Vorarlberg রাজ্যে ৪০৭ জন, Salzburg রাজ্যে ৩৩৪ জন, Burgenland রাজ্যে ৮৮ জন এবং Kärnten রাজ্যে ৫২ জন নতুন করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ১২,৫১৩ ডোজ। অস্ট্রিয়াতে এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৬০,৯৯,২৫৮ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৮,৩ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২,২৫,৫৫৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩,১৪৩ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ১১,৩৮,৭২২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭৩,৬৯০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৭৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৫৫৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

জনপ্রিয়

রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার Tirol রাজ্যে পাহাড়ের তুষার ধ্বসে ১৪ বছরের এক তরুণ নিহত,সাথী দুই জন আহত

আপডেটের সময় ০৫:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১

৬ জন যুবক Tirol রাজ্যের Landeck জেলার Venet পাহাড়ের Zams এলাকায় শীতকালীন স্কি খেলার সময় এই দুর্ঘটনা ঘটে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার আল্পস পর্বতমালার পশ্চিমের রাজ্য Tirol এর জনপ্রিয় দৈনিক Tiroler Tageszeitung আজ তাদের অনলাইন প্রকাশনায় এই দুর্ঘটনার কথা জানায়।রাজ্যের এই আল্পস পর্বতমালার Venet এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ২,৫১২ মিটার উঁচুতে অবস্থিত।

তাছাড়াও অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়, Tirol রাজ্য পুলিশের একন মুখপাত্র এপিএকে জানায়, আজ শনিবার বিকালে অস্ট্রিয়ার Tirol রাজ্যের লান্ডেক জেলার VENET AT ZAMS এলাকায় এই দুর্ঘটনা ঘটে।পাহাড়ের তুষার ধ্বসে ১৪ বছর বয়সী এক তরুণের মৃত্যু ঘটে। এই  দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই তরুণ, অক্ষত রয়েছে আরও তিনজন।পূর্ববর্তী তথ্য অনুসারে, তরুণরা ভেনেটের উত্তর দিকে খোলা স্কি এলাকায় একটি খাড়া ঢালে প্রবেশ করেছিল যখন স্ল্যাবটি ভেঙে পড়েছিল।

রাস্ট্রায়ত্ব টেলিভিশন ORF Tirol-এর একটি প্রতিবেদন অনুসারে, তুষার ধস টি ৭০ থেকে ৮০ মিটার চওড়া এবং ২০০ মিটার দীর্ঘ ছিল মারাত্মকভাবে আহত ব্যক্তি, যিনি একজন অস্ট্রিয়ান নাগরিক, সম্পূর্ণরূপে বরফের ভিতর চাপা পড়েন এবং প্রায় এক ঘন্টা পরে দেড় মিটার গভীরে তাকে মৃত অবস্থায় পায় উদ্ধারকারী দল।

আহত দুই যুবক বরফে আংশিক চাপা পড়ায় তারা নিজেদের মুক্ত করতে সক্ষম হয়। পুলিশ জানায়, তরুণরা কোনো তুষারপাত অনুসন্ধান ডিভাইস বহন করেনি বলে জানা গেছে, যা অনুসন্ধানকে কঠিন করে তুলেছে। পাহাড় থেকে তুষার ধসের খবরের সাথে সাথেই এক বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

প্রায় ১০০ জন পর্বত উদ্ধারকারী বিশেষজ্ঞ দল অনুসন্ধান কুকুরের পাশাপাশি দুটি জরুরি ডাক্তার হেলিকপ্টার এবং একটি পুলিশ হেলিকপ্টার সহ এই উদ্ধার কাজে অংশগ্রহণ করে।অস্ট্রিয়ায় শীতের সময় পাহাড় থেকে এই তুষার ধ্বসে মাঝেমধ্যেই বড় ধরনের বিপদ ডেকে আনে।গত কয়েক বছর পূর্বে কোন এক রাতে পাহাড়ের পাদদেশের একটি গ্রাম এই পাহাড়ের তুষার ধসের ফলে সম্পূর্ণ ডুবে গেলে বরফে চাপায় প্রায় অর্ধ শতাধিক মানুষের মৃত্যু ঘটেছিল।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪,৪৬০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬৭ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮২৩ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৮৫৬ জন, OÖ রাজ্যে ৮১৯ জন, Steiermark রাজ্যে ৬৩৪ জন, Tirol রাজ্যে ৪৪৭ জন, Vorarlberg রাজ্যে ৪০৭ জন, Salzburg রাজ্যে ৩৩৪ জন, Burgenland রাজ্যে ৮৮ জন এবং Kärnten রাজ্যে ৫২ জন নতুন করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ১২,৫১৩ ডোজ। অস্ট্রিয়াতে এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৬০,৯৯,২৫৮ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৮,৩ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২,২৫,৫৫৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩,১৪৩ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ১১,৩৮,৭২২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭৩,৬৯০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৭৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৫৫৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস