ঢাকা থেকে আজিম উদিন লিটন, কূটনৈতিক প্রতিনিধিঃ ৮ ডিসেম্বর সকাল-১১.০০ ঘটিকায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলের কেবিনেট কক্ষে পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৯তম বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার নদীর তীর সংরক্ষন প্রকল্পের আওতায় ডেল্টা প্লান অনুযায়ী দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন- কমিটি’র অন্যতম সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, এমপি ১১৭ ভোলা-৩।
স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন, এমপি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক। উপমন্ত্রী এনামুল হক শামিম। মন্ত্রনালয়ের সচিব। মহা-পরিচালক সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।