স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় দল হিসেবে ইউরোপ থেকে বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ডেনমার্ক। মঙ্গলবার তারা ১-০ গোলে অস্ট্রিয়ার বিপক্ষে জয়লাভ করেছে। এদিকে ওয়েম্বলিতে হাঙ্গেরির সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ ইংল্যান্ড।
গতকাল কোপেনহেগেনে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচের ৫৩ মিনিটে জোয়াকিম মাহলের গোল ড্যানিশদের পৌঁছে দিয়েছে কাতার বিশ্বকাপের চুড়ান্ত পর্বে। জার্মানির সঙ্গে কাতার ফুটবলের চুড়ান্ত আসরে যুক্ত হল ডেনমার্ক। সোমবার প্রথম দল হিসেবে ২০২২ বিশ্বকাপ আসরের টিকিট পেয়েছে জার্মানরা। আর স্বাগতিক হিসেবে কাতার স্বয়ংক্রিয় ভাবে বিশ্বকাপ খেলবে।
গতকাল ওয়েম্বলিতে মারমুখি হাঙ্গেরির বিপক্ষে অনুষ্ঠিত আরেক ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধেই ২৪ মিনিটে পেনাল্টি থেকে রোল্যান্ড সাল্লাই’র গোলে পিছিয়ে পড়ে সাউথগেটের শিষ্যরা। তবে ৩৭ মিনিটে ফিল ফোডেনের পাস থেকে স্বাগতিক ইংল্যান্ডের হয়ে গোলটি পরিশোধ করেন জন স্টোনস।
এই ড্রয়ের কারণে এখন বিশ্বকাপের চুড়ান্ত পর্বে জায়গা পেতে হলে পরের দুই ম্যাচ থেকে কমপক্ষে চার পয়েন্ট সংগ্রহ করতে হবে ইংলিশদের। আগামী নভেম্বরে আলবেনিয়া ও সান মেরিনোর মোকাবেলা করবে দলটি।
এদিকে আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ আই’তে টেবিলে ইংল্যান্ডের পরের স্থানটি দখল করেছে পোল্যান্ড। ম্যাচের ৭৭ মিনিটে পোলিশদের হয়ে জয়সুচক গোলটি করেছেন ক্যারল সুইডারস্কি।
বাছাইপর্বের আরেক ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে লুক্সেমবার্গকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো ছয় মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকেই করেছেন দুটি গোল। ৮৭ মিনিটে ফের গোল করে হ্যাটট্রিক পুর্ন করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবল তারকা। এটি ছিল আন্তর্জাতিক ফুটবলে তার ১০ম হ্যাটট্রিক। দলের হয়ে বাকী গোল দুটি করেছেন ব্রুনো ফার্নান্দেস ও হোয়াও পলিনহা।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ