
অস্ট্রিয়ার শীর্ষ ভাইরোলজিস্ট ভন লেয়ার দেশব্যাপী অ্যান্টিবডি অধ্যয়নের আহবান
Innsbruck মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট ডরোথি ভন লেয়ার একটি দেশব্যাপী অ্যান্টিবডি গবেষণার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার এই টপ ভাইরোলজিস্ট গতকাল সন্ধ্যায় অস্ট্রিয়ার রাস্ট্রায়ত্ব টেলিভিশন ORF এর সংবাদ বিষয়ক অনুষ্ঠান ZIB এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, দেশে করোনাভাইরাস অ্যান্টিবডির জন্য ৫,০০০ হাজার লোককে নির্বাচন করতে হবে। তিনি জানান, এর জন্য নীতিশাস্ত্র কমিটির অনুমোদন এবং…