ঢাকা: চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত ৫২টি কোম্পানিকে ভারতে ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমতি দেয়।
দুর্গা পূজাকে সামনে রেখে ভারত সরকার বাংলাদেশের কাছে ইলিশ চেয়েছিল।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ গণমাধ্যমকে জানান, ‘মাছ রপ্তানির যোগ্যতাসম্পন্ন ৫২টি দেশীয় কোম্পানিকে বেছে নেয়া হয়েছে। এসব কোম্পানির প্রতিটি ভারতে ৪০ টন করে ইলিশ রপ্তানি করবে।’
তিনি আরও বলেন, ‘এটি সরকারের এক ধরনের কূটনৈতিক উদ্যোগ। বাংলাদেশ প্রতি বছর দুর্গা পূজার আগে ভারতে ইলিশ মাছ পাঠায়।’
ঢাকা/ইবিটাইমস/এমএইচ