খুলনা প্রতিনিধি: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু দাঁড়াল দুই হাজার ২৯৪ জন। মোট মৃত্যুর মধ্যে খুলনা জেলায়ই ৫৯৭ জন। এরপর রয়েছে কুষ্টিয়া, ৫৩১ জন।
বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল জব্বার জানান, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৬৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়, যা আগের দিন ছিল এক হাজার ৪৩৫ জন।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯০ হাজার ৫৪৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৯৪ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৫ হাজার ৪৬১ জন।
খুলনা/ইবিটাইমস/আরএন