বাংলাদেশে করোনায় মৃত্যু ১৭ হাজার ছাড়িয়েছে : নতুন আক্রান্ত ১২,৩৮৩ জন

ঢাকা: দেশে করোনাভাইরাসে মৃত্যু ১৭ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২১০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে পুরুষ ১৩১ ও নারী ৭৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫২ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৪২ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ৩৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ৭০ লাখ ৯৯ হাজার ৪৯৭ জনের নমুনা পরীক্ষায় ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন করে, রংপুর বিভাগে ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮ জন রয়েছেন। এদের মধ্যে ১৫৭ জন সরকারি, ৪০ জন বেসরকারি হাসপাতালে এবং ১৩ জন বাসায় মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »