ভিয়েনা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় মৃত্যুতে নতুন রেকর্ড; সংক্রমণ বাড়লে ভেঙ্গে পড়তে পারে স্বাস্থ্য সেবা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ১৬ সময় দেখুন

ঢাকা: মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে  ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ২২৯ জনে। নতুন করে মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে পুরুষ ১০৯ জন ও নারী ৫৫ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মৃত্যুর পাশাপাশি করোনা শনাক্তের রেকর্ডও ছাড়িয়েছে বাংলাদেশ। ২৪ ঘণ্টায় সারাদেশে নয় হাজার ৯৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৬০৫টি ল্যাবরেটরিতে ৩৫ হাজার ৪২টি নমুনা সংগ্রহ ও ৩৪ হাজার দুটি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ১৮৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা আট লাখ ৩৯ হাজার ৮২ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ৮৭ শতাংশ।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রামে ১৮ জন, রাজশাহীতে ১৬ জন, খুলনায় ৫৫ জন, বরিশালে ৯ জন, সিলেটে আটজন, রংপুরে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়।

এদিকে, করোনা সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনগুলিতে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। সেটি ধারণার চেয়ে বেশি হলে দেশের সাস্থ্য ব্যবস্থা কোনোভাবেই তা সামাল দিতে পারবেনা। তাই সবাইকে সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় মৃত্যুতে নতুন রেকর্ড; সংক্রমণ বাড়লে ভেঙ্গে পড়তে পারে স্বাস্থ্য সেবা

আপডেটের সময় ০৪:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১

ঢাকা: মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে  ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ২২৯ জনে। নতুন করে মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে পুরুষ ১০৯ জন ও নারী ৫৫ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মৃত্যুর পাশাপাশি করোনা শনাক্তের রেকর্ডও ছাড়িয়েছে বাংলাদেশ। ২৪ ঘণ্টায় সারাদেশে নয় হাজার ৯৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৬০৫টি ল্যাবরেটরিতে ৩৫ হাজার ৪২টি নমুনা সংগ্রহ ও ৩৪ হাজার দুটি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ১৮৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা আট লাখ ৩৯ হাজার ৮২ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ৮৭ শতাংশ।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রামে ১৮ জন, রাজশাহীতে ১৬ জন, খুলনায় ৫৫ জন, বরিশালে ৯ জন, সিলেটে আটজন, রংপুরে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়।

এদিকে, করোনা সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনগুলিতে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। সেটি ধারণার চেয়ে বেশি হলে দেশের সাস্থ্য ব্যবস্থা কোনোভাবেই তা সামাল দিতে পারবেনা। তাই সবাইকে সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ