ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রনে আগামী সোমবার থেকে সীমিত পর্যায়ে লকডাউন দিয়েছে বাংলাদেশ। এ সময়ে যানবাহন বন্ধ হয়ে গেলেও ‘জুন ক্লোজিংয়ের’ কারণে কিছু প্রতিষ্ঠান ও অফিস খোলা থাকতে পারে। বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে তৈরি পোশাক কারখানা। সরকারের বিভিন্ন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (২৬ জুন) সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানান, আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। সব বিষয় স্পষ্ট করে আগামীকাল রোববার প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রধান তথ্য কর্মকর্তা আরও বলেন, সোমবার (২৮ জুন) থেকে সীমিত লকডাউন থাকবে। অনেক আর্থিকপ্রতিষ্ঠানের জুন ক্লোজিং আছে। এজন্য বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন শুরু হবে। এ নিয়ে আগামীকাল প্রজ্ঞাপনে বিস্তারিত দেয়া হবে।
এর আগে গতকাল শুক্রবার রাতে এই লকডাউন নিয়ে তথ্যবিবরণী প্রকাশ করেছিল তথ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছিল, এ সময়ে জরুরি পণ্যবাহী ব্যতীত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না।
ঢাকা/ইবিটাইমস/এমএন