আজ বুধবার (২৩ জুন) সকালে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়
বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশের সংবাদ মাধ্যম জানিয়েছেন দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি ও ঢাকার পার্শ্ববর্তী সাত জেলাসহ বিভিন্ন অঞ্চলভিত্তিক বিশেষ লকডাউনের কারণে এফসিপিএস পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)।এক মাসের মধ্যে করোনার উন্নতি হলে আগস্ট বা সেপ্টেম্বরে পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এফসিপিএস এর পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বৈঠকে শেষে বিসিপিএসের কাউন্সিলর ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা পরীক্ষা পিছিয়ে দিয়েছি, করোনা পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ করতে পারছি না। পরীক্ষাগুলো স্থগিতের সিদ্ধান্ত শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’
সম্ভাব্য নতুন তারিখের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অবস্থাটা দেখি; কয় দিন লকডাউন চলবে, তা আমরা এখনো বলতে পারছি না। এ পরিস্থিতিতে আমরা কি এক মাস পিছিয়ে দেবো, নাকি আগামী জানুয়ারিতে নেবো, এটা অবস্থার ওপর নির্ভর করছে। যদি একমাসের মধ্যে অবস্থার আশানুরূপ উন্নতি হয় এবং লকডাউন উঠে যায়, তাহলে ইনশাআল্লাহ আগস্ট বা সেপ্টেম্বরে পরীক্ষা গ্রহণের চেষ্টা করবো, সর্বশেষ সেপ্টেম্বরে। আর যদি দেশের অবস্থা ভালো না হয়, তাহলে হয় তো গতবারের মতো অর্থাৎ জুলাই সেশনের মতো হবে।’
এর আগে গতকাল পরীক্ষা গ্রহণের বিষয়ে তিনি মেডিভয়েসের এ প্রতিবেদককে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এফসিপিএস পরীক্ষা ও শিক্ষার্থীদের বিষয়ে আমরা সচেতন রয়েছি। একজন ছাত্রেরও যদি সমস্যার সম্মুখীন হতে হয়, তবে আমি ছাত্রের পক্ষেই অবস্থান গ্রহণ করবো। এই পরিস্থিতি পরীক্ষা গ্রহণের জন্য সহায়ক নয়। অনেক জেলা থেকে পরীক্ষার্থীরা আসবে। কিন্তু লকডাউন আগামী ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে। এতো শিক্ষার্থী এক জুলাই ঢাকা আসবে কী করে?’
উল্লেখ্য যে,জুলাই-২০২১ সেশনের এফসিপিএস সকল পরীক্ষা এক জুলাই থেকে শুরু হবে জানিয়ে গত ১৪ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিপিএস। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে পরীক্ষা পেছানোর বিষয়টি আলোচনায় আসে। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এফসিপিএস পরীক্ষার বিষয়ে গত ১৯ জুন বিসিপিএস কাউন্সিলরদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষা না পেছানোর ক্ষেত্রে নিজেদের অনড় অবস্থার কথা জানায় প্রতিষ্ঠানটি।
কবির আহমেদ/ ইবিটাইমস