হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ইলেক্টিশিয়ান আল আমিনের গত রবিবার ২০ জুন বিকালে শায়েস্তাগঞ্জের পাশ্ববর্তী উলুকান্দি গ্রামের আব্দুল গনি মিয়ার বাড়িতে বিদ্যূতের কাজ করতে যায় ইলেক্টিশিয়ান আল আমিন।
এ সময় অসাবধানবশত বিদ্যুত স্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্তায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে। পরে হাসপাতালে কর্মরত ডাক্তার তাকে মৃত বলে যানান।এতে নেমে আসে তার পরিবারের সুখের ছায়া।
নিহত আল আমিন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা গ্রামের মৃত আব্দুর নুরুরের ছেলে।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস