ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দেয়ার ঘটনায় অজ্ঞাতদের অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদের স্বতন্ত্রপ্রার্থী মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
থানা পুলিশ ও স্থাণীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ জুন ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পিরোজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও চারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম আনারশ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। কিন্তু গত সোমবার (১৪ জুন) গভীর রাতে দুর্বৃত্তরা খান এনায়েত করিমের মঞ্জু মার্কেটে অবস্থিত প্রধান নির্বাচনী
অফিসে অগ্নিসংযোগ করে তা পুড়িয়ে দেয়। এতে কোন হতাহত না হলেও আফিসের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় পাশ্ববর্তী জাহাঙ্গীর মাঝির ১টি চায়ের দোকানও পুড়ে যায়। স্থানীয় ফায়ার সর্ভিস এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভান্ডারিয়া উপজেলা নির্বাচনী রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন খলিফা জানান, অফিস পোড়ানোর মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিক আমি ঘটনাস্থলে যাই। এ ঘটনায় খান এনায়েত করিম বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে।
ওই ইউনিয়নে খান এনায়েত করিম এবং তার আপন ছোট ভাই বর্তামান ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খান এনামুল করিম পান্না নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।
এ ছাড়াও জাতীয় পার্টি জেপি মনোনিত মতিউর রহমান বুলবুল (বাই সাইকেল), মো. হাফিজুর রহমান মৃধা স্বতন্ত্র প্রার্থী (অটোরিক্সা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।
উল্লেখ্য, খান এনায়েত হোসেন ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের প্রার্থী হিসাবে আ’লীগ থেকে মনোনয়ন দাবী করেন। পরে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারশ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন।
এইচ এম লাহেল মাহমুদ/ ইবি টাইমস