ঝালকাঠি জেলায় বিআরটিএ অফিসের জনবল সংকট

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলায় বিআরটিএর সেবা নিতে আসা গ্রহীতাদের ভোগান্তি কমে আসছে। ঝালকাঠি বিআরটিএ কার্যালয় বর্তমানে জনবল সংকট চরম আকার ধারণ করেছে। ৫টি পদের মধ্যে বর্তমানে ১জন পরিদর্শক ও একজন এমএলএসএস কর্মচারী দিয়ে অফিস চলছে। এই কার্যালয়ের সহকারী পরিচালকের পদটিতে বরিশালের সহকারী পরিচালক চলতি দ্বায়ীত্ব হিসেবে সপ্তাহে একদিন ঝালকাঠির অফিসে আসেন। অন্যদিকে উচ্চমান সহাকারী ও মেকানিক্যাল এসিস্ট্যান্ট রাজস্ব খাতভুক্ত দুটি পদই দীর্ঘদিন শূন্য রয়েছে। ঝালকাঠি জেলায় ৩ হাজার মটসাইকেল ও হালকা যানের পুর্ণাঙ্গ লাইসেন্স প্রক্রিয়াধীন রয়েছে। তবে,অনলাইনে শিক্ষনুবিশ ড্রাইভিং লাইসেন্স (লার্ণার) পাওয়ার সুযোগ থাকায় বিআরটিএ কার্যালয় গিরে দালাল চক্রের ততপরতা ও প্রতারণা বন্ধ হয়েছে।

২০১২ সাল থেকে এই কার্যালয় ৭ হাজার লাইসেন্স প্রধান করেছে বছরের তিনশ মটসাইকেল ও হালকা জানের লাইসেন্স দেয়া হচ্ছে। ঝালকাঠি জেলার বিআরটিএ কার্যক্রমে পিরোজপুর বিআরটিএ সংযুক্ত করায় মানুষের চরম ভোগান্তি চলছিল। একবছর পূর্বে ঝালকাঠি জেলা কার্যালয় একএক ইউনিট হিসেবে সার্বিক সেবা প্রধান করতে পারায় পিরোজপুরের কার্যক্রমের অংশ  ঝালকাঠির সাথে সংযুক্ত করা হয়েছে। পূর্বে ডিজিটাল নম্বর প্লেট আনার জন্য পিরোজপুর যেতে হতো এবং এখন ঝালকাঠি অফিস থেকে নম্বর প্লেট মটর সাইকেলে লাগিয়ে দেয়া হচ্ছে।

ঝালকাঠি অফিস পরিচালনাকারী পরিদর্শক মাহাফুজ হোসেন জানান, জনবল সংকট পুরণ হলে সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক সেবা প্রদানের গতি দ্রুততর করা সম্ভব হবে।

বাধন রায়/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »