হবিগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষার্থীদের নিয়মিত গণিত চর্চা করার পরামর্শ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তফা মোর্শেদ।
শনিবার (১২ জুন) চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামে আহম্মদাবাদ দারুসু্ন্না ইসলামীয়া দাখিল মাদ্রাসার আয়োজনে “করোনাকালীন শিক্ষা ভাবনা ও দিকনির্দেশনা” অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
তিনি বলেন, এ মহামারীর একদিন শেষ হবে। করোনার ঝুঁকি কমাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও লেখাপড়া বন্ধ রাখা যাবে না। গ্রামের যারা অনলাইন ক্লাসে অংশ গ্রহণ করতে পারছে না তারা যেন বাড়িতে অন্তত গণিতটা নিয়মিত চর্চা করে।
এ ছাড়াও তিনি করোনাকালীন সময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনতা মুলক দিক নির্দেশনা দেন।
মাওলানা হালিম হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পোস্ট মাস্টার এসএম মিজান, চাটপাড়া মাদ্রাসার প্রভাষক এহসানুল হক সোহাগ, আহম্মদাবাদ দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আবু সাঈদ তানভীর।
হোসেন কাজল/ইবিটাইমস/এমএন