চরফ্যাসন(ভোলা) : চরফ্যাসন উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর ছায়েদ এবং পৌর সেচ্ছাসেবক দলের নেতা রিয়াজ উদ্দিন চপলকে ষঢ়যন্ত্রমুলক ভাবে পদ পদবী থেকে অব্যহতি দেয়ার প্রতিবাদে সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের বাস ভবনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১০ জুন) সকাল দশটায় সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের বাস ভবনে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার সভাপতিত্বে সেচ্চাসেবক দলের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সহ সভাপতি কয়ছর আহাম্মেদ কমল, চরফ্যাসন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম আসলামী, শশীভূষন থানা বিএনপির সভাপতি এবি ছিদ্দিক মিয়া, শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, ওসমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন সুমন, পৌর যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম রাসেল, ছাত্র দলের আহবায়ক আলী মুর্তজা, সেচ্চাসেবক দলের নেতা শিহাব মাহমুদ প্রমুখ ।
সভায় বিএনপির সাধারন সম্পাদক আলমগীর মালতিয়া বলেন, মীর ছায়েদ একজন পরীক্ষিত নেতা কর্মী, আজকে এ সরকারের আমলে রাজপথের সৈনিকদের মধ্য সে অন্যতম। মীর ছায়েদ কে উপজেলা সেচ্চাসেবক দল থেকে বহিস্কার বা অব্যহতি দিতেই যদি হয় সেটিও জেলা বা উপজেলা কমিটি সিদ্বান্ত নিবে।
সভাটি পরিচালনা করেন সেচ্চাসেবক দলের নেতা হাবিব নেগাবান।
জামাল মোল্লা /ইবি টাইমস