কুষ্টিয়ায় নতুন করে করোনার বিধিনিষেধ আরোপ, মানছেনা অনেকেই

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়াতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নতুন করে বিধি নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসক।

রবিবার গভীর রাতে  কুষ্টিয়া জেলা প্রাশাশক মোহাম্মদ সাইদুল ইসলাম এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন। ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত এ গণবিজ্ঞপ্তি বহাল থাকবে। জারিকৃত গণবিজ্ঞপ্তি মোতাবেক জেলার সকল দোকানপাট ও ছোট বড় শপিংমল সকাল ১০ টা থেকে রাত ০৮ পর্যন্ত কঠিন স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। রাত ০৮ টার পর খাবারের দোকান হোটেল- রেস্তোরা মুদি দোকান, পাইকারি ও খুচরা দোকান, কাঁচা বাজার সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে শুধু খাবারের দোকান হোটেল রেস্তোরা অনলাই ভিত্তিতে বা সরাসরি খাবার সরবরাহ করতে পারবে কিন্তু কোন অবস্থাতেই খাবার বসে খাওয়াতে পারবে না।

জনসমাবেশ হয় এমন সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান করা যাবেনা। সকল চায়ের দোকান সন্ধা ০৭ পর বন্ধ থাকবে। সব ধরনের বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে।

জেলায় অবস্থিত সকল কলকারখানায় স্বাস্থ্য বিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় খোলা থাকবে। তবে শ্রমিকদের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা নেওয়া করতে হবে। অভ্যন্তরিন ও আন্তঃজেলা বাস অর্ধেক যাত্রি নিয়ে স্বাস্থ্য বিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন শ্রমিক ও যাত্রী মাস্ক ব্যবহার শর্তে চলাচল করতে পারবে।উপরিউক্ত কোন শর্ত ভঙ্গ করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জেলা প্রশাসক থেকে জানা গেছে।

গতকাল সারাদিন কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থান ঘুরে প্রশাসনের তেমন কোন তৎপরতা চোঁখে পড়েনি। শহরের মধ্যে ও শহর তলীতে বেশ কিছু ভারি শিল্প প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় কোন শ্রমিক পরিবহন করতে দেখা যায়নি। শ্রমিকরা অটোরিকশা ও ভ্যান বা রিক্সা যোগো গাদাগাদি করে যেতে দেখাগেছে  তবে প্রশাসন কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি। শহরের এনএস রোড সহ অলিগলির বেশীর ভাগ ব্যবসা প্রতিষ্ঠানে নেই কোন স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা। কিছু পরিবহনকে গাদাগাদি করে যাত্রী নিতেও দেখা গেছে। তবে শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল চালক, রিক্সা ও অটো রিক্সা চালক ও যাত্রী, পথচারীদের মাস্ক না ব্যবহারের কারনে জরিমানা করতে দেখাগেছে ভ্রাম্যমান আদালতের।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সূত্রে জানা যায়, কুষ্টিয়ায় গতকাল ১৮১ নমুনা পরীক্ষায় ৫৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি  রয়েছে।  যা সনাক্তের হারে ১৩ শতাংশ। চলতি মাসের ৬ দিনে ৭৫১ টি নমুনা পরীক্ষায় ২২৭ জন করোনা পজেটিভ হয়।যা সনাক্তের হারে ৩০ শতাংশ। জেলায় এ পর্যন্ত ৫১৯৬০ জনের পরীক্ষার রিপোর্টে ৫২০৫ জন করোনা পজেটিভ। মৃত্যু বরণ করেন ১১৯ জন।

সাকিব হাসান/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »