ঢাকা: স্বাস্থ্যখাত নিয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যখাতকে দুর্নীতির ডিপো মন্তব্য করে বিএনপি ও জাতীয় পার্টির বেশ কয়েকজন সংসদ সদস্য মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিক হেনস্তা এবং নির্যাতন করার ঘটনারও নিন্দা জানান তারা।
তবে, এসব ইস্যুতে উত্তর না দিয়ে তিনি দাবি করেন, করোনা মোকাবিলায় সফল সরকার।
সোমবার (৭ জুন) জাতীয় সংসদে বাজেট আলো্চনায় বিরোধীদলের সংসদ সদস্যরা বলেন, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ের মধ্যে অন্যতম স্বাস্থ্য। অথচ বিচার নেই, এমনকি এই মন্ত্রলানালয় নিয়ে সংবাদ প্রচার করায় সাংবাদিককে হেনস্তা করা হয়েছে।
সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, পুকুর চুরি করে পার পেয়ে যাচ্ছে। কিন্তু যারা এসব তথ্য প্রকাশ করছেন, তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
জি এম কাদের আরও বলেন, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির শূন্য দশমিক ৮৩ শতাংশ। এটা ৪ থেকে ৫ শতাংশ দেওয়া উচিত ছিল। কমপক্ষে জিডিপির ২ শতাংশ উচিত। বলেন, করোনা নিয়ন্ত্রণে এলে অর্থনীতি চাঙ্গা হবে। তাই এদিকে নজর দেয়া উচিত ছিল সরকারের।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে হবে। এটা সংস্কার করতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির ডিপো। এই দুর্নীতি কীভাবে সংস্কার করবেন, এ ব্যাপারে সংসদে সুস্পষ্টভাবে জানাতে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, করোনাকাল হওয়া সত্ত্বেও স্বাস্থ্য ও শিক্ষার মতো জায়গায় নজর দেয়া হয়নি। ফলে দেশের সাধারণ মানুষের কোনো উপকার হবে না।
সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, অক্সিজেন নেই, অক্সিজেন প্ল্যান্ট জেনারেট করতে হবে। তিনি বলেন, আপনি সচিবালয়ের বড় কর্মকর্তা হয়ে কেন নিজের হাতে আইন তুলে নিলেন? আপনি সাংবাদিককে নাস্তানাবুদ করলেন কেন? এ নিয়ে জাতিসংঘ কথা বলল। সারা বিশ্ব কথা বলল। আমাদের মুখটা কোথায় রইল? নিজেদের দুর্বলতা নিজেদের ঢাকতে হয়।
তবে সংসদ সদস্যদের এসব প্রশ্নের কোনো জবাব দেননি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি এ প্রসঙ্গ এড়িয়ে বলেন, স্বাস্থ্যসেবা একটি ব্যাপক কর্মযজ্ঞ। দেড় বছর ধরে করোনা চলছে। তারা সেবা দিয়ে যাচ্ছেন।
করোনা মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত সফল ভাবেই করোনা মোকাবিলা করছে সরকার।
ঢাকা/ইবিটাইমস/এমএন