সিলেট: এক মিনিটের ব্যবধানে দুই দফায় ভূমিকম্পে আবার কেঁপে উঠেছে সিলেট। সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টা ২৮ ও ২৯ মিনিটে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদফতরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। তিনি জানান, সর্বশেষ ভূকম্পনটি অনুভূত হয় সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে। তবে রিখটার স্কেলে তা কত মাত্রা ছিল তা জানা যায়নি।
এর আগে সিলেটে গত ৩০ মে সকাল ১০টা ৩৬ মিনিট ৫০ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ মাত্রার, ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রার, ১১টা ৩০ মিনিটে ২ দশমিক ৮ মাত্রার এবং ১টা ৫৮ মিনিট ৪০ সেকেন্ডে ৪ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়েছিল।
পরপর কয়েক দফায় ভূমিকম্পে আতঙ্কিত সিলেট শহরের মানুষ। ভূমিকম্পের সময় অনেকেই উঁচু ভবন থেকে রাস্তায় নেমে আসেন। যদিও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এর আগের দিনের ভূমিকম্পে একটি ভবন হেলেও পড়েছিল।
সিলেট/ইবিটাইমস/এমএন