ঝালকাঠিতে ডিপ্লোমা কৃষিবিদ ইনইস্টুটিউশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির ডিপ্লোমা কৃষিবিদ ইনইস্টুটিউশন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।

বগুড়ার আদমদীঘি উপজেলার কৃষি অফিসার মিঠুন চন্দ্র অধিকারী, উপসহকারী কৃষি কর্মকর্তাদের অসভ্য জাতি বলে গালাগলি দেয়া ও সরকারি নীতিমালার সমালোচনা করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ায় এর প্রতিবাধে এই প্রতিবাধ সভা ও মানববন্ধন।

শনিবার জেলা প্রতিবাধ সভা শেষে শহরের ব্র্যাক মোড়ে আধা ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এর পূর্বে এই সংগঠনের সভাপতি মোঃ আলা উদ্দিন খানের সভাপতিত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, আব্দুস সালাম আকন্দ ও এসএম হান্নান খানসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা বক্তব্য রাখেন। অপমান জনক গালাগালী করা কর্মকর্তা মিঠুন চন্দ্র অধিকারীর শাস্তি মূলক ব্যবস্থা ও বিচার দাবী করে মহাপরিচালক বরাবব স্মারকলিপি, সাপ্তাহিক সমন্বয় সভায় ১ঘন্টা কর্মবিরতি পালনসহ দ্রুত এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচির হুসীয়ারি দেয়া হয়েছে।

বাধন রায়/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »