ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ এর ঘর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান-এমপি। একই সাথে তিনি কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরে ভেরিবাঁধ নির্মানের কথাও পূনঃব্যক্ত করলেন।
প্রতিমন্ত্রী ২৯ মে শনিবার দুপুর ২টায় উপজেলার পশ্চিম আউরা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন কালে এ কথা বলেন। তিনি আরও বলেন আশ্রয়ন প্রকল্পের ঘর গুলো সরকারি ডিজাইন ও মানসম্পত হয়েছে। প্রতিটা উপাকারভোগী আমাকে বলতে পেরেছে যে, এ ঘর গুলো কে দিয়েছে? তারা আমাকে বলেছেন ঘর শেখ হাসিনা দিয়েছেন। আমি তাদের মুখ থেকে এ কথা শুনে অত্যান্ত আনন্দিত হলাম। পরে ডাঃ মোঃ এনামুর রহমান আশ্রায়ন প্রকল্পের উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, ঘুর্ণিঝড় ইয়াস বাংলাদেশে আঘাত না হানলেও দক্ষিন অঞ্চলে অনেক জলোচ্ছাস হয়েছে। ঝালকাঠি জেলার কাঠালিয়া ব্যপক ক্ষতি হয়েছে। এ অঞ্চলে বরগুনা থেকে ঝালকাঠি পর্যন্ত বিষখালী নদীর তীরে ভেরিবাঁধ নির্মান করা হবে। আমি বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ সহকারে অবহিত করবো।
উল্লেখ্য যে, ২৮ মে শুক্রবার সন্ধা ৬টায় উপজেলার আমুয়া জিরো পয়েন্টে স্থানীয় আওয়ামীলীগের একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ভেরি নির্মানের কথা জোরালো ভাবে ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রীর সাথে ছিলেন, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমাদুর রহমানসহ সরকারি, বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন ।
বাধন রায়/ ইবি টাইমস