আমাদেরকে জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে -অধ্যাপক আলমগীর হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক আলমগীর হোসেন বলেন, ‘জিয়াউর রহমান একজন আদর্শ দেশ প্রেমিক ছিলেন। তিনি দেশের স্বাধীনতার ঘোষনা দিয়ে দেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করতে নিজেকে স্বাধীনতা সংগ্রামে বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। পরে তিনি রাষ্ট্রপতি হয়ে একজন আদর্শ দেশ প্রেমিক রাষ্ট্রপতি হিসাবে বিশ্বের কাছে পরিচিত
হয়েছিলেন’।

রবিবার (৩০মে) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে এ কথা বলেন।

এ সময় ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আকন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সহ সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজউদ্দিন রানা, বিএন পি নেতা ইমদাদুল হক শানু, শ্রমিক দলের সাধারন সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা ছাত্রদলের সহ সভাপতি  ইমরান আহম্মেদ সজিব, সহ সভাপতি আতিকুর রহমান পারভেজ।

ওই আলোচনা সভায়  তিনি আরো বলেন, ‘মোশতাক সরকারের ৮১ দিনের শাসনের পর এদেশের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে
১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি বাংলাদেশের প্রধান সেনা প্রশাসক ও রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি প্রথমে জাতীয় গণতান্ত্রিক দল (জাগদল) এবং ১৯৭৭ সালে বিএনপি গঠন করেন।এই মহান জাতীয়তাবাদী নেতার জনপ্রিয়তা দেশি-বিদেশি চক্রান্তকারীরা তার সুন্দর শাসন মেনে নিতে না পেরে এ দেশী কিছু চক্রান্তকারীর সহায়তায় তাকে হত্যা করা হয়। এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে একজন মহান দেশপ্রেমিককে দেশবাসী হারায়।তিনি দেশের জনগণের হৃদয়ে চিরজাগরূক হয়ে আছেন, থাকবেন’।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »