হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের বিভিন্ন ক্লিনিক ও স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার দুপুরে উপজেলার কাগাউড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।
বানিয়াচং থানার (ওসি) মোঃ এমরান হোসেন জানান, কাগাউড়া গ্রামের টেনু মিয়ার পুত্র রুবেল মিয়ার সাথে একই গ্রামের আব্দুর রহিমের পুত্র আতাউর রহমানের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে কাগাউড়া বাজারে শুক্রবার বিকেলে এক মুসল্লীকে গালিগালাজের জেরধরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লে স্থানীয়রা এসে বিষয়টি সামাজিক ভাবে সমাধানের আশ^াস দেন।
শনিবার দুপুরে এ ঘটনার জেরধরে আবারো উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী পুরুষসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহত অবস্থায় কাশেম মিয়া, ওয়সিম মিয়া, ওয়াহিদ মিয়া, মুহাব্বত আলী, ইন্তাজ আলী, রাহেল মিয়া, সাজুক মিয়া, জাকির হোসেন, লিলু মিয়া, মতিউর রহমান, জামিরুল ইসলাম, মিন্টু মিয়া, রুবেল মিয়া, রহিম মিয়া, নাছিমা আক্তারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(ওসি) আরো জানান, এ ঘটনায় জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করায় অনেক আহতরাই হাসপাতালে না এসে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস