সিনোফার্মের করোনা ভাইরাসের টিকা উৎপাদন করবে বাংলাদেশের ইনসেপ্টা ফার্মা

চীনের তৈরি করোনাভাইরাসের টিকা তৈরীর অনুমোদন পেয়েছে দেশীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন যে, বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন দেশের অন্যতম ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টাকে চীনের সিনোফার্মের করোনা ভাইরাসের টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে। রবিবার ১৬ মে বিকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান।

তিনি আরও জানান, চীনের সিনোফার্মের টিকা উৎপাদন করতে অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই ব্যাপারে  সোমবার ১৭ মে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে জানিয়েছেন ঔষধ প্রশাসন। ইনসেপ্টা সূত্র জানিয়েছ যে, চলতি মাস থেকে টিকা উৎপাদন শুরু হচ্ছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান আরও বলেন, উৎপাদনে সক্ষমতা আছে এমন তিন চারটি কোম্পানি আমাদের কাছে আবেদন করেছিল। আমরা বিভিন্ন খুঁটিনাটি বিষয় দেখে ইনসেপ্টাকে টিকা উৎপাদনের অনুমতি দিয়েছি। এ মাসেই তারা কাজ শুরু করবে।

এ প্রসঙ্গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এখনও আনুষ্ঠানিকভাবে অনুমোদনের বিষয়টি ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে আমাদের জানায়নি। গণমাধ্যম সূত্রেই জানতে পেরেছি যে, আমরা টিকা উৎপাদনের অনুমতি পেয়েছি।’

প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা টিকা উৎপাদনে প্রস্তুত। আমরা ২০১১ সাল থেকেই দেশে টিকা তৈরী করে আসছি। দেশের লোকাল মার্কেটে যে টিকাগুলো ব্যবহার হয়, হেপাটাইটিস, টিটেনাস থেকে শুরু করে কুকুরে কামড়ালে যে টিকা (রেভিস) দেওয়া হয়, সেগুলোও আমরা উৎপাদন করে থাকি। এই রকম প্রায় ১৪/১৫টি আমাদের টিকা এখনও মার্কেটে রয়েছে। সেই হিসাবে আমাদের প্রস্তুতি সবসময়ই থাকে। কোভিডের টিকা উৎপাদনেও আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’

উৎপাদন সক্ষমতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘প্রতিমাসে এখন আমাদের চার কোটি ডোজ উৎপাদনের সক্ষমতা রয়েছে।’ এর আগে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছিল, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে টিকা উৎপাদনে অনুমতি দেওয়া যায় কি না তা প্রাথমিক সক্ষমতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে টিকা সংগ্রহ ও বিতরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সংক্রান্ত কমিটি।

এদিকে দেশের প্রধান সংবাদ মাধ্যম সমূহ জানিয়েছেন যে,রেনেটা এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস রাশিয়ার টিকা উৎপাদনের অনুমতি চেয়ে ঔষধ প্রশাসনের কাছে আবেদন করেছে।

কবির আহমেদ /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »