ঢাকা: শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনতে চায় সরকার।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সরকারের এই পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া নিয়ে অনেক আলোচনা হচ্ছে। টিকা যেহেতু আসছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সুবিধাজনক পরিস্থিতিতে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজের ছেলেমেয়েদের টিকা দেয়া গেলে তাড়াতাড়ি এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে।
এদিকে, চীন থেকে পাওয়া উপহারের টিকা বিভিন্ন মেডিকেল, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্টদের দেয়ার কথা এরইমধ্যে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ঢাকা/ইবিটাইমস/আরএন