ঢাকা: করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখা হাসিনা বলেছেন, দেশের মানুষকে অনুরোধ করব, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, অন্যকেও সুরক্ষিত করতে হবে। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি। যত টাকা লাগুক আরও টিকা নিয়ে আসা হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এ দেশের মানুষের কাছে টিকা পৌঁছে দেব। কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যেসব নির্দেশনাগুলো আমরা দিচ্ছি, সেটা দয়া করে মেনে চলবেন।
করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে রোববার (২ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
আর্থিক সহায়তার এই কার্যক্রমের আওতায় আগামী ৫ মের মধ্যে দেশে করোনায় ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ ৫০ হাজার পরিবারের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আড়াই হাজার টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।
এ সময় শেখ হাসিনা আরও বলেন, যারা প্রতিদিন বক্তৃতা-বিবৃতি বা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করছে, দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা? কয়জন দুর্গত মানুষের মুখে তারা খাবার তুলে দিয়েছে?
প্রধানমন্ত্রী বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে, এখন তারা ঘরে বসেই বিবৃতি দিয়ে যাচ্ছেন। আর দেশের কিছু বুদ্ধিজীবী আছেন, তাদের বুদ্ধি খোলার আগেই আওয়ামী লীগ সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে নেয়।
শক্তিশালী বিরোধীদল গড়তে হলে মানুষের জন্য কাজ করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অন্যান্য রাজনৈতিক গোষ্ঠী, দল অথবা যারাই আছেন, প্রতিদিন কীভাবে সরকার উৎখাত করবেন—সেই চিন্তা-ভাবনা করেন, তাদের এটা করতে হলে বা শক্তিশালী বিরোধীদল গড়তে হলে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের বিশ্বাস-আস্থা অর্জন করতে হবে।
ঢাকা/ইবিটাইমস/আরএন
























