ভিয়েনা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্রিনল্যান্ডে নিজের সামরিক ঘাঁটির উপর সার্বভৌমত্ব অর্জন করবে যুক্তরাস্ট্র মার্কিন-ইরান উত্তেজনার মুখে ইউরোপীয় বিমান সংস্থাগুলির ফ্লাইট বাতিল শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন লালমোহন রেড ক্রিসেন্ট সোসাইটি গণভোট গণবিরোধী হিসেবে বিবেচিত হবে- মোমিন মেহেদী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে RAB-৯ এর অভিযানে এয়ার গান উদ্ধার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা প্রকল্প বাস্তবায়নে চুক্তি সম্পন্ন লালমোহনে গণভোটের হ্যাঁ-না’কে কেন্দ্র করে বিএনপি–জামায়াত মুখোমুখি টাঙ্গাইলে ৩শ’ শিক্ষককে সংবর্ধনা ফ্যাসিবাদের সহযোগীরাই ‘না’ ভোট চাচ্ছে : স্থানীয় সরকার উপদেষ্টা দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের

যত টাকা লাগুক আরও টিকা নিয়ে আসব : প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • ৪১ সময় দেখুন

ঢাকা: করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখা হাসিনা বলেছেন, দেশের মানুষকে অনুরোধ করব, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, অন্যকেও সুরক্ষিত করতে হবে। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি। যত টাকা লাগুক আরও টিকা নিয়ে আসা হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এ দেশের মানুষের কাছে টিকা পৌঁছে দেব। কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যেসব নির্দেশনাগুলো আমরা দিচ্ছি, সেটা দয়া করে মেনে চলবেন।

করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে রোববার (২ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

আর্থিক সহায়তার এই কার্যক্রমের আওতায় আগামী ৫ মের মধ্যে দেশে করোনায় ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ ৫০ হাজার পরিবারের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আড়াই হাজার টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।

এ সময় শেখ হাসিনা আরও বলেন, যারা প্রতিদিন বক্তৃতা-বিবৃতি বা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করছে, দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা? কয়জন দুর্গত মানুষের মুখে তারা খাবার তুলে দিয়েছে?

প্রধানমন্ত্রী বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে, এখন তারা ঘরে বসেই বিবৃতি দিয়ে যাচ্ছেন। আর দেশের কিছু বুদ্ধিজীবী আছেন, তাদের বুদ্ধি খোলার আগেই আওয়ামী লীগ সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে নেয়।

শক্তিশালী বিরোধীদল গড়তে হলে মানুষের জন্য কাজ করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অন্যান্য রাজনৈতিক গোষ্ঠী, দল অথবা যারাই আছেন, প্রতিদিন কীভাবে সরকার উৎখাত করবেন—সেই চিন্তা-ভাবনা করেন, তাদের এটা করতে হলে বা শক্তিশালী বিরোধীদল গড়তে হলে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের বিশ্বাস-আস্থা অর্জন করতে হবে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

গ্রিনল্যান্ডে নিজের সামরিক ঘাঁটির উপর সার্বভৌমত্ব অর্জন করবে যুক্তরাস্ট্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যত টাকা লাগুক আরও টিকা নিয়ে আসব : প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০১:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১

ঢাকা: করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখা হাসিনা বলেছেন, দেশের মানুষকে অনুরোধ করব, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, অন্যকেও সুরক্ষিত করতে হবে। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি। যত টাকা লাগুক আরও টিকা নিয়ে আসা হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এ দেশের মানুষের কাছে টিকা পৌঁছে দেব। কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যেসব নির্দেশনাগুলো আমরা দিচ্ছি, সেটা দয়া করে মেনে চলবেন।

করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে রোববার (২ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

আর্থিক সহায়তার এই কার্যক্রমের আওতায় আগামী ৫ মের মধ্যে দেশে করোনায় ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ ৫০ হাজার পরিবারের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আড়াই হাজার টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।

এ সময় শেখ হাসিনা আরও বলেন, যারা প্রতিদিন বক্তৃতা-বিবৃতি বা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করছে, দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা? কয়জন দুর্গত মানুষের মুখে তারা খাবার তুলে দিয়েছে?

প্রধানমন্ত্রী বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে, এখন তারা ঘরে বসেই বিবৃতি দিয়ে যাচ্ছেন। আর দেশের কিছু বুদ্ধিজীবী আছেন, তাদের বুদ্ধি খোলার আগেই আওয়ামী লীগ সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে নেয়।

শক্তিশালী বিরোধীদল গড়তে হলে মানুষের জন্য কাজ করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অন্যান্য রাজনৈতিক গোষ্ঠী, দল অথবা যারাই আছেন, প্রতিদিন কীভাবে সরকার উৎখাত করবেন—সেই চিন্তা-ভাবনা করেন, তাদের এটা করতে হলে বা শক্তিশালী বিরোধীদল গড়তে হলে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের বিশ্বাস-আস্থা অর্জন করতে হবে।

ঢাকা/ইবিটাইমস/আরএন