সমৃদ্ধ দেশের সাথে তাল মিলিয়ে স্বাস্থ্যসেবা দেয়ার চেষ্টা করছে বাংলাদেশ: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

বরিশাল: পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুখ বলেছেন, আমেরিকা-ইউরোপের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত সময়ের মধ্যেই ভ্যাকসিন দেয়া শুরু হবে। সরকার চেষ্টা করছে, সমৃদ্ধ দেশের সাথে তাল মিলিয়ে জনগোষ্ঠিকে স্বাস্থ্যসেবা দেয়ার।

শনিবার (১৬ জানুয়ারী) বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারে এসব প্রচেষ্টা সফল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। প্রধানমন্ত্রী জনগণের কথা চিন্তা করেন বলেই দশ বছরে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।তিনি বলেন,  ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে আমরা সমৃদ্ধশালী দেশে পরিনত হওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

জাহিদ ফারুখ বলেন, করোনার হাত থেকে জনগণকে বাঁচাতে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন, যে করেই হোক প্রথম দফায়ই ভ্যাকসিন আনতে হবে। কে বেশি দাম রাখলো আর কে রাখলো না তা দেখার দরকার নেই। এজন্যই কিন্তু সরকার আগেই টাকা পাঠিয়ে দিয়েছে করোনার ভ্যাকসিনের জন্য। তার দিক-নির্দেশনার কারনে প্রথম পর্যায়েই ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ।

প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সরকার ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারবে। ভ্যাকসিন যারা দেবেন সেইসব স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলমান রয়েছে। জেলায় সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলেও জানান তিনি। ।

প্রতিমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন গ্রহনে উদ্বুদ্ধ করতে প্রচারণার দরকার আছে। বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রপতিরা ভ্যাকসিন নিয়ে জনগনকে উদ্বুদ্ধ করছেন। সেজন্য সংবাদমাধ্যমের সহায়তা দরকার হবে। সারাবিশ্বে করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে। এনিয়ে ভয়ের কিছু নেই। এবিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, প্রথম ধাপে বরিশাল জেলার জন্য ৫০ হাজার ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়েছে মন্ত্রনালয়ে। সিভিল সার্জন কার্যালয়ে ৬ লাখ ভ্যাকসিন এবং উপজেলা পর্যায়ে ১ থেকে ২ লাখ ভ্যাকসিন সংরক্ষন করা যাবে। একই সাথে ভ্যাকসিন প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রশিক্ষন কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক।

সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল শহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ জসিম উদ্দিন প্রমূখ।

বরিশাল প্রতিনিধি/ইউবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »