সাভার: ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রীজে ফাটল দেখা দেয়ায় তৃতীয় দিনের মতো এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। এরফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছ।
এদিকে, সকালে ফাটল ব্রীজটি পরিদর্শন করেছেন সড়ক ও জনপদ বিভাগ (সওজ এর) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন। এসময় তিনি বলেন, শুক্রবার দুপুরের পর ফাটল মেরামতে কাজ শুরু হতে পারে। দ্রুত মেরামত করে শনি-রবিবারের মধ্যে সেতুটি যানচলাচলের জন্য উপযোগী করা হতে পারে। তবে, সেতুটি মেরামত করতে আরও দশ থেকে বিশ দিন সময় লাগতে পারে।
এদিকে, গুরুত্বপূর্ণ এই মহাসড়কে গাড়ীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। ফলে ঢাকার কাছে এসে দীর্ঘ সময় যানবাহনে বসে থাকতে হচ্ছে যাত্রীদের।
উল্লেখ্য ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রীজের আটটি বীমের চারটিতে গত বুধবার ফাটল দেখা দেয়। এছাড়া ব্রীজটির এক পাশ দেবে গেছে। এমন অবস্থায় ঝুকি নিয়েই এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছে।
দ্রুত ব্রীজটি মেরামত করে যানচলাচলের জন্য উন্মক্ত করতে সড়ক বিভাগের প্রতি আহবান জানিয়েছে এলাকাবাসী।
সাভার/ইউবি টাইমস