ভিয়েনা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পৌরসভা নির্বাচনে হস্তক্ষেপ করবেনা সরকারঃ ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • ১১ সময় দেখুন

ঢাকাঃ শনিবার (১৬ জানুয়ারি) দেশে অনুষ্ঠিত হবে ২য় ধাপের পৌরসভা নির্বাচন। ভোটগ্রহন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের শুক্রবার (১৫ জানুয়ারি) তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান।

তিনি বলেন, অতীতের ধারাবাহিকতায়  নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে। এটা সরকারের দায়িত্ব।

আগামীকাল ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইভিএম পদ্ধতি নিয়ে ওবায়দুল কাদের বলেন – এ পদ্ধতিতে ভোটার Turn out শতকরা ৬০ ভাগের বেশি, যা অত্যন্ত ইতিবাচক।

চলমান বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ এরইমধ্যে কেন্দ্রসহ অন্যান্য পর্যায়ে বিভিন্ন কমিটি, উপকমিটি  গঠন করেছে, অনুমোদনও দিয়েছে। এসকল ঘোষিত কমিটির বিষয়ে কেউ কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারো অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিলের সুযোগ থাকবে।

শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরো পরিচ্ছন্ন, আধুনিক গণতান্ত্রিক এবং স্মার্টার দলে রুপান্তর করতে চাই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন  অভ্যন্তরীন গণতন্ত্র চর্চার ভীতকে আরো মজবুত করতে আওয়ামী লীগ সচেষ্ট।

“সরকারকে নাকি জণগণ ক্ষমা করবে না” – মির্জা ফখরুলের এমন বক্তব্য  প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছে। বিএনপির সকল কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে।

বিএনপি জণগণ দ্বারা আন্দোলন ও নির্বাচনে বারবার প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধ নিচ্ছে জীবন্ত মানুষ আর সম্পদ পুড়িয়ে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জণগণ তাদের ক্ষমা করেনি বলেই এখনো অতীতের অপরাধের প্রায়শ্চিত্ত করছে।

ঢা. প্র/ইউবি টাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পৌরসভা নির্বাচনে হস্তক্ষেপ করবেনা সরকারঃ ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৯:১৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১

ঢাকাঃ শনিবার (১৬ জানুয়ারি) দেশে অনুষ্ঠিত হবে ২য় ধাপের পৌরসভা নির্বাচন। ভোটগ্রহন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের শুক্রবার (১৫ জানুয়ারি) তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান।

তিনি বলেন, অতীতের ধারাবাহিকতায়  নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে। এটা সরকারের দায়িত্ব।

আগামীকাল ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইভিএম পদ্ধতি নিয়ে ওবায়দুল কাদের বলেন – এ পদ্ধতিতে ভোটার Turn out শতকরা ৬০ ভাগের বেশি, যা অত্যন্ত ইতিবাচক।

চলমান বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ এরইমধ্যে কেন্দ্রসহ অন্যান্য পর্যায়ে বিভিন্ন কমিটি, উপকমিটি  গঠন করেছে, অনুমোদনও দিয়েছে। এসকল ঘোষিত কমিটির বিষয়ে কেউ কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারো অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিলের সুযোগ থাকবে।

শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরো পরিচ্ছন্ন, আধুনিক গণতান্ত্রিক এবং স্মার্টার দলে রুপান্তর করতে চাই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন  অভ্যন্তরীন গণতন্ত্র চর্চার ভীতকে আরো মজবুত করতে আওয়ামী লীগ সচেষ্ট।

“সরকারকে নাকি জণগণ ক্ষমা করবে না” – মির্জা ফখরুলের এমন বক্তব্য  প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছে। বিএনপির সকল কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে।

বিএনপি জণগণ দ্বারা আন্দোলন ও নির্বাচনে বারবার প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধ নিচ্ছে জীবন্ত মানুষ আর সম্পদ পুড়িয়ে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জণগণ তাদের ক্ষমা করেনি বলেই এখনো অতীতের অপরাধের প্রায়শ্চিত্ত করছে।

ঢা. প্র/ইউবি টাইমস